মেজর সিনহা নিজের জীবন দিয়ে অনেক নিরীহ মানুষের প্রাণ বাঁচিয়ে গেছেন: অ্যাটর্নি জেনারেল

মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলাকে ‘ঠান্ডা মাথায় পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এই মামলার মূল বিষয় আসামিদের পরিচয় নয়, বরং মুখ্য হচ্ছে ভিকটিম, মেজর সিনহা।

আজ বৃহস্পতিবার (২৯ মে) এই মামলার ক্লোজিং আর্গুমেন্ট ছিল রাষ্ট্রপক্ষের। আমাদের অবস্থান স্পষ্ট, এটা কোনো আত্মরক্ষার ঘটনা নয়, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”

তিনি বলেন, আসামিপক্ষের দাবি ছিল মেজর সিনহা চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন এবং তারা আত্মরক্ষার্থে গুলি চালান। কিন্তু অ্যাটর্নি জেনারেল এ যুক্তিকে সরাসরি প্রত্যাখ্যান করে বলেন, “আইনে আত্মরক্ষার অধিকার থাকলেও সেখানে একটি মৌলিক নীতি আছে, ‘ডকট্রিন অব প্রোপোরশনালিটি’।

আপনি যদি দেখেন কেউ লাঠি হাতে আসছে, তার জবাবে তাকে গুলি করে হত্যা করা যাবে না। একইভাবে, মেজর সিনহা গাড়ি থেকে নিরস্ত্র অবস্থায় দুই হাত তুলে নামেন, এরপর তাকে গুলি করে হত্যা করা হয়। মৃত্যুর নিশ্চিত করার জন্য তার গলায় পা দিয়ে চেপে ধরা হয়। এটা আত্মরক্ষার মধ্যে পড়ে না, এটি স্পষ্টতই হত্যা।”

তিনি আরও বলেন, “আসামিরা যে আত্মরক্ষার অজুহাত দিয়েছে, তা প্রমাণে তারা কোনো সাক্ষী, মৌখিক প্রমাণ কিংবা পরিস্থিতিগত প্রমাণ পেশ করতে পারেনি। বরং মামলায় উপস্থাপিত সব সাক্ষী এবং আসামিদের জবানবন্দি বলছে, মেজর সিনহাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”

সাক্ষাৎকারে অ্যাটর্নি জেনারেল বলেন, “একটি সময় বাংলাদেশের প্রচলিত বিচার ব্যবস্থায় পুলিশের সাক্ষ্যকে অবিশ্বাস করা হতো। কিন্তু এখন সেই ধারা বদলেছে। পুলিশ সদস্যের সাক্ষ্যকেও বিশ্বাসযোগ্য প্রমাণ করতে হবে আসামিপক্ষকেই। এই মামলায় মেজর সিনহার সঙ্গী শফায়েত, পথচারী ও স্থানীয় মসজিদের ইমামসহ অনেকের সাক্ষ্য এসেছে, যা একে অপরকে সমর্থন করেছে। তারা সবাই বলেছেন, মেজর সিনহা নিরস্ত্র ছিলেন, এবং তাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে।” 

তিনি বলেন, “এই মামলায় রাষ্ট্রপক্ষ ‘বিয়ন্ড অল রিজনেবল ডাউট’ প্রমাণ করতে পেরেছে যে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এবং আসামিরা প্রত্যেকে এর সঙ্গে সরাসরি জড়িত।”

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, “মেজর সিনহার মৃত্যু ছিল পাহাড়ের মতো ভারী। এটি পুরো জাতিকে নাড়া দিয়েছে। এই হত্যার বিচার করতে না পারলে তা হবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের ব্যর্থতার প্রতীক। আবরার ফাহাদ যেমন তাঁর জীবন দিয়ে অনেক মেধাবী তরুণের জীবন বাঁচিয়েছেন, ঠিক তেমনি মেজর সিনহার মৃত্যুও অনেক নিরীহ মানুষের প্রাণ বাঁচিয়ে দিয়েছে, যারা ভবিষ্যতে এই ‘প্রদীপদের’ হাত থেকে রক্ষা পেল।”

তিনি ক্রসফায়ার প্রসঙ্গে বলেন, “একসময় ক্রসফায়ারের নামে হত্যা হতো, পরে বলা হতো গুলি বিনিময় হয়েছে। কিন্তু আমরা বলেছি, মেজর সিনহার ঘটনাটি কোনো ক্রসফায়ার ছিল না, এটি পরিকল্পিত হত্যা। এখন সেই সংস্কৃতির অবসান ঘটাতে হলে এই হত্যার বিচার করতে হবে। এই বিচার শুধু সিনহার পরিবারের জন্য নয়, এটা আমাদের রাষ্ট্র, সমাজ ও মূল্যবোধ রক্ষার জন্য।”

তিনি বলেন, “আমরা চাই এমন বাংলাদেশ গড়ে তুলতে, যা সুকান্ত ভট্টাচার্যের কাব্যের মতো আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য হয়ে ওঠে।”

আরএম/এসএন


Share this news on:

সর্বশেষ

img
ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর টাঙ্গাইলে Jan 07, 2026
img
গ্রিন সিকুইন বল গাউনে নজরকাড়া লুকে পরীমণি Jan 07, 2026
যে বিশেষ আইনে হচ্ছে মাদুরোর বিচার Jan 07, 2026
img
ট্রাম্পের নজরে গ্রিনল্যান্ড: কেন এত গুরুত্বপূর্ণ দ্বীপটি? Jan 07, 2026
বিসিবির অনুরোধ ফেরাল আইসিসি, ভারতেই হবে বাংলাদেশের ম্যাচ Jan 07, 2026
ঠান্ডায় নাস্তানাবুদ জয়া, বসতে পারছেন না কোথাও Jan 07, 2026
img
ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ জুটি বাঁধছেন অপূর্ব-বিন্দু Jan 07, 2026
img
জকসু নির্বাচন: ১৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কারা? Jan 07, 2026
img
চীন-রাশিয়া-ইরানের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক ছিন্নের নির্দেশ ট্রাম্পের Jan 07, 2026
img
গ্রিনল্যান্ড দখল করতে চায় যুক্তরাষ্ট্র, কড়া বার্তা ডেনমার্কের Jan 07, 2026
img
'সুশান্তের মতোই কার্তিকের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ চলছে বলিউডে', কোন ইঙ্গিত দিলেন সুনীল? Jan 07, 2026
img
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের টিয়ারশেল Jan 07, 2026
img
ভারতীয় দূতাবাস অভিমুখে এনসিপি নেতাকর্মীদের মার্চ Jan 07, 2026
img
৩৫ জেলায় নিপাহ ভাইরাস, খেজুরের রস খাওয়া নিয়ে সতর্কবার্তা Jan 07, 2026
img
খালেদা জিয়ার মৃত্যুতে ফিলিস্তিনি প্রেসিডেন্টের শোক প্রকাশ Jan 07, 2026
img
ভোটের মাঠে আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন Jan 07, 2026
img
নাসিরের রেকর্ড গড়া ফিফটি, টানা পঞ্চম হার নোয়াখালীর Jan 07, 2026
img
তিন দাবিতে নতুন কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের Jan 07, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী Jan 07, 2026
img
বায়োপিক নিয়ে মুখ খুললেন সালমান খানের নায়িকা! Jan 07, 2026