দিল্লি থেকে বাংলাদেশি ফেরত পাঠানো বাড়ছে, ৬ মাসে সংখ্যা ৭৭০

কাশ্মিরের পহেলগামে গত ২২ এপ্রিলের হামলার পর ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে অন্তত ৫২০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। দিল্লি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের আটকের পর ফেরত পাঠিয়েছে। বৃহস্পতিবার দিল্লি পুলিশের বরাত দিয়ে ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৫ নভেম্বর থেকে গত ২০ এপ্রিল পর্যন্ত দিল্লি পুলিশ প্রায় ২২০ জন অবৈধ বাংলাদেশি অভিবাসী ও ভিসার মেয়াদ শেষের পর অতিরিক্ত সময় ধরে অবস্থান করা ৩০ বিদেশিকে আটক করে। এসব অভিবাসী ও বিদেশিকে নিজ নিজ দেশের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) কাছে হস্তান্তর করা হয়। এরপর রেল ও সড়কপথে দেশের পূর্বাঞ্চলে নিয়ে গিয়ে স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মিরের পেহেলগামে ২২ এপ্রিলের হামলার পর অবৈধ অভিবাসী ও বিদেশিদের বিরুদ্ধে মাসব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে দিল্লি পুলিশ। এই অভিযানে ৫২০ জনকে আটক করা হয়; তাদের মধ্যে ৪৭০ জন বাংলাদেশি অভিবাসী।

দেশটির পুলিশের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, অবৈধ অভিবাসীদের আটকের পর গত এক মাসে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটি থেকে ৩-৪টি বিশেষ ফ্লাইটের মাধ্যমে আগরতলা পাঠানো হয়েছে। গত ছয় মাসে ৭৭০ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৪ সালের শেষের দিকের এক নির্দেশনার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। ওই সময় দিল্লির ১৫টি জেলার পুলিশের উপ-কমিশনারদের অবৈধ বাংলাদেশি অভিবাসী ও রোহিঙ্গাদের চিহ্নিত এবং আটক করার নির্দেশ দেওয়া হয়।

অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, দিল্লি পুলিশের ফার্স্ট ব্যাটালিয়নের সদস্য ও এফআরআরওর কর্মকর্তারা যৌথভাবে আটককৃত অভিবাসীদের ট্রেনে করে পশ্চিমবঙ্গে নিয়ে যান। সেখান থেকে তাদের বাসে করে সীমান্তে নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। পরে বিএসএফের সদস্যরা তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন।

পেহেলগামে হামলার ঘটনার পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিল্লি পুলিশকে অবৈধ অভিবাসীদের শনাক্ত ও দ্রুত প্রত্যাবর্তনে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশ ৫টি অস্থায়ী আটক কেন্দ্র স্থাপন করে। পরে এফআরআরওর সঙ্গে সমন্বয় করে অভিবাসীদের আগরতলা ও পশ্চিমবঙ্গে পাঠানোর কাজ শুরু করে পুলিশ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দিল্লি পুলিশ এখন পর্যন্ত ৩৪ হাচার ২৬৫ জন সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি অভিবাসীর তথ্য পর্যালোচনা করেছে। এর মধ্যে ৩৩ হাজার ২১৭ জনের কাগজপত্র সঠিক পাওয়া গেছে। এছাড়া বাকি ২৭৮ জনের কাগজপত্র যাচাই-বাছাইয়ের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
গোপালগঞ্জের নাম ‘আবু সাঈদগঞ্জ’ করার প্রস্তাব Jul 16, 2025
img
ফ্যাসিবাদি শক্তি ফিরে আসবার জন্য জান দিয়ে দিচ্ছে: মান্না Jul 16, 2025
img
'জুলাই বিপ্লবীদের মরার ভয় দেখাবেন না' Jul 16, 2025
img
এনসিপি নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ Jul 16, 2025
img
'কিউকি সাস’ রিবুটে বড় চমক বরখা বিষ্ট Jul 16, 2025
img
এনসিপির ওপর হামলার ঘটনায় হেফাজতের নিন্দা Jul 16, 2025
img
১৯ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা Jul 16, 2025
img
২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানালেন নাহিদ Jul 16, 2025
img
সাভারে গ্রেফতার যুবলীগ নেতা মুরগি হেলাল Jul 16, 2025
img
নিজেরা বিভেদ সৃষ্টি করলে চুপ থাকা ফ্যাসিস্ট আবার জেগে উঠবে: দুলু Jul 16, 2025
হতাশা দূর করার উপায় Jul 16, 2025
সাংবাদিকদের সাথে তর্কে জড়ালেন নীলা ইসরাফিল Jul 16, 2025
img
জোট ছাড়ল শাস পার্টি, সংখ্যাগরিষ্ঠতা হারাল নেতানিয়াহু সরকার Jul 16, 2025
বিশ্বকাপের আগে বেশি এক্সপেরিমেন্ট করতে চায় না, দলের পারফরম্যান্সে খুশি; নাজমুল আবেদীন Jul 16, 2025
গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেপ্তার করার আহ্বান মির্জা ফখরুলের Jul 16, 2025
গোপালগঞ্জের হামলার জবাব দ্বিগুণ গতিতে দেয়া হবে: নাহিদ Jul 16, 2025
নতুন বিতর্কে ট্রাম্প, বৈধ অভিবাসীদেরও তাড়াচ্ছে প্রশাসন! Jul 16, 2025
দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর ছাত্রলীগের হামলা, গোপালগঞ্জে ব্যাপক সংঘর্ষ Jul 16, 2025
img
তানজিদ তামিমের দুর্দান্ত ইনিংসে শ্রীলঙ্কাকে উড়িয়ে ‍সিরিজ জিতল টাইগাররা Jul 16, 2025
গোপালগঞ্জ ইস্যুতে যা বললেন রাশেদ Jul 16, 2025