ট্রাম্পের উপদেষ্টা থাকাকালে মাদকাসক্ত ছিলেন ইলন মাস্ক

ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবে দায়িত্বপালনকালে মাদকের নেশায় ডুবে ছিলেন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। তিনি নিয়মিত কিটামিন, এক্সটাসি এবং সাইকেডেলিক মাশরুম সেবন করতেন।মাস্কের ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

সূত্রগুলো জানিয়েছে, মাস্কের এই আসক্তি এতটাই বেড়ে গিয়েছিল যে, তিনি প্রতিদিন প্রায় ২০টি বড়ি সঙ্গে নিয়ে চলাফেরা করতেন। কিটামিনের কারণে তার মূত্রথলিতে সমস্যাও দেখা দেয়।

ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় ২৭৫ মিলিয়ন ডলার অনুদান এবং সরকারি দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত দপ্তর (ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি) পরিচালনার দায়িত্বে আসার পর মাস্কের মাদক গ্রহণের পরিমাণ আরও বৃদ্ধি পায়।

বুধবার রাতে মাস্ক সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর আগে তিনি মন্ত্রিপরিষদের সদস্যদের অপমান, এমনকি রাজনৈতিক সমাবেশে নাৎসি-সদৃশ স্যালুট প্রদর্শনের মতো 'বিতর্কিত' আচরণ করেছেন।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার আনুষ্ঠানিক সম্পর্ক শেষ হওয়ার সময় শুক্রবার ওভাল অফিস থেকে বিদায়ী অনুষ্ঠানে, নিউইয়র্ক টাইমসের এই প্রতিবেদনের ব্যাপারে জানতে চাওয়া হলে ইলন মাস্ক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'নিউইয়র্ক টাইমস? সেটি কি সেই একই সংবাদমাধ্যম যা রুশিয়াগেট সম্পর্কে ভুল তথ্য দিয়ে পুলিৎজার পুরস্কার পেয়েছিল?' তিনি ওই সময় প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ফক্স নিউজ-এর সাংবাদিক পিটার ডুসির প্রশ্নকে পাশ কাটিয়ে বলেন, 'চলুন অন্য কথায় আসা যাক।'

অন্যদিকে ৩০ মে, পেনসিলভানিয়ার একটি সমাবেশ থেকে ফিরে ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি মাস্কের মাদক সেবনের কোনো তথ্য জানেন না বলে দাবি করেন এবং তাকে 'দুর্দান্ত' হিসেবে বর্ণনা করেন।

সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেন যে, এই প্রতিবেদন তাকে উদ্বিগ্ন করেছে কি না, ট্রাম্প বলেন, 'আমি ইলন নিয়ে কোনো কিছুতেই উদ্বিগ্ন নই।'
মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি (ডিইএ) এক্সটাসিকে 'শিডিউল ১' নিয়ন্ত্রিত পদার্থ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে, যার কোনো বৈধ চিকিৎসা প্রয়োগ নেই। ফলে সরকারি কর্মচারীদের জন্য এটি সম্পূর্ণ নিষিদ্ধ। তবে মাস্ককে 'বিশেষ সরকারি কর্মচারী' হিসেবে বিবেচনা করা হয়েছে, তাই তিনি নিয়মিত কর্মচারীদের মতো কঠোর নিয়মের আওতায় পড়েননি।

আর কিটামিনকে 'শিডিউল ৩' পদার্থ হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও, এর বিনোদনমূলক সেবন বা অন্য মাদকের সাথে মেশানো সম্ভবত সরকারি কর্মস্থলের নীতিমালার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মাস্ক নিয়মিত অত্যধিক মাত্রায় কিটামিন সেবন করতেন। যদিও তিনি আগে দাবি করেছিলেন, তিনি দুই সপ্তাহে একবার 'সীমিত পরিমাণে' কিটামিন নেন।

২০২৪ সালের মার্চে সাংবাদিক ডন লেমনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক বলেছিলেন, 'যদি আপনি খুব বেশি কিটামিন খান, তাহলে আসলে কাজ করা সম্ভব হয় না, আর আমার অনেক কাজ আছে।'

তবে টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের বসন্ত নাগাদ মাস্ক তার ঘনিষ্ঠদের জানিয়েছিলেন যে, নিয়মিত কিটামিন সেবনের ফলে তার মূত্রথলিতে সমস্যা দেখা দিয়েছে—যা এই মাদকের দীর্ঘমেয়াদি অপব্যবহারের পরিচিত পরিণতি। মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি (ডিইএ) জানায়, কিটামিনের সাইকেডেলিক বৈশিষ্ট্য রয়েছে এবং এটি বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা তৈরি করতে পারে।টাইমসের সূত্র অনুযায়ী, মাস্কের নিয়মিত ওষুধের বাক্সে অ্যাডেরাল চিহ্নিত ট্যাবলেটসহ আরও কিছু ওষুধের ছবি পাওয়া গেছে।

তবে হোয়াইট হাউসে বিদেশি নেতাদের সঙ্গে সংবেদনশীল বৈঠক এবং সরকারি বাজেট ছাঁটার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে মাস্ক এসব মাদকের প্রভাবে ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

হোয়াইট হাউসের মুখপাত্র হ্যারিসন ফিল্ডস এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মাস্কের ড্রাগ টেস্ট সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যান এবং বলেন, 'মাস্ক আমেরিকান করদাতাদের জন্য অনেক বেশি অবদান রেখেছেন যা অনেক পেশাদার রাজনীতিবিদও করতে পারেননি।'

ফিল্ডস আরও বলেন, 'আমেরিকার খুব কম সিইও-ই কর্পোরেট জগতের আরাম ছেড়ে ফেডারেল সরকারের দায়িত্ব নিতে রাজি হতেন। কিন্তু ইলন মাস্ক তাই করেছেন, ট্রাম্প প্রশাসনের অপচয়, জালিয়াতি এবং অব্যবস্থাপনা দূর করতে সাহায্য করেছেন। ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি এবং এর মূল লক্ষ্য এখন সরকারি ব্যবস্থার সঙ্গে মিশে গেছে এবং করদাতাদের অর্থ সাশ্রয়ে কাজ করছে।'

স্পেসএক্স তাদের সরকারি চুক্তির কারণে কর্মীদের জন্য কঠোর মাদকমুক্ত কর্মস্থল নীতি মেনে চলে। তবে টাইমসের সূত্র জানায়, মাস্ক এই মাদক পরীক্ষার আগাম সতর্কতা পেতেন, যা এই পরীক্ষার কার্যকারিতা হ্রাস করে।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
স্টেডিয়ামে খাবার-পানি নিয়ে প্রবেশের অনুমতি, মানতে হবে আরও কিছু শর্ত Jul 20, 2025
img
বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করব : নাহিদ ইসলাম Jul 19, 2025
img
রাজধানীর পল্লবীতে বাসে অগ্নিকাণ্ড Jul 19, 2025
img
ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায় : তারেক রহমান Jul 19, 2025
img
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন নিয়ে রাজনৈতিক দলগুলো বক্তব্য Jul 19, 2025
img
হাসপাতাল থেকে দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন জামায়াত আমির Jul 19, 2025
img
নতুন সংবিধানে সকল জাতিগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা হবে : নাহিদ ইসলাম Jul 19, 2025
img
কপিল শর্মার শো’তে এসে বিপদ, পরিণীতি ছুটলেন হাসপাতালে Jul 19, 2025
img
ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো কি এক হতে পারবে? জিল্লুর রহমানের বক্তব্য Jul 19, 2025
img
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের Jul 19, 2025
img
দুবাই‌য়ে ট্রান্সফার ভিসায় সমস্যারত‌দের বিষ‌য়ে নজর রাখছে সরকারঃ আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত Jul 19, 2025
বক্তব্য রাখছেন এটিএম আজহারুল ইসলাম Jul 19, 2025
img
জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা Jul 19, 2025
img
জামায়াতের অনেক দায় বিএনপি নিয়েছে : সালাহউদ্দিন টুকু Jul 19, 2025
img
এক ছাদের নিচে থাকলেও আলাদা ঘরে অনুপম-কিরণ! Jul 19, 2025
img
শাহরুখের অসুস্থতার খবরে উদ্বিগ্ন মমতা Jul 19, 2025
img
ট্রাম্প কোন ধরনের শিরার সমস্যায় ভুগছেন? Jul 19, 2025
img
নাসিরুদ্দীন পাটওয়ারীর সেই বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বক্তব্য Jul 19, 2025
img
শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে, পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ Jul 19, 2025
img
নির্বাচনে ভুল না করতে দায়িত্বশীল হওয়ার আহ্বান তারেক রহমানের Jul 19, 2025