ইলেক্ট্রনিক্স পণ্যে ভ্যাটের প্রস্তাব, বাড়তে পারে গৃহস্থালি পণ্যের দাম

ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, রাইস কুকারসহ বিভিন্ন গৃহস্থালি ইলেকট্রনিক্স পণ্যে ‘অতিরিক্ত সুরক্ষা’ সুবিধা কমিয়ে আনছে সরকার। আসছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এসব পণ্যে ধাপে ধাপে ভ্যাট আরোপের প্রস্তাব থাকছে। ফলে এসব পণ্যের উৎপাদন খরচ বাড়বে, আর সেটার প্রভাব পড়বে বাজারমূল্যে। দাম বাড়লে অনেক নিম্ন ও মধ্যবিত্ত ভোক্তার পক্ষে প্রয়োজনীয় গৃহস্থালি পণ্য কেনা কঠিন হয়ে উঠতে পারে।

সোমবার (২ জুন) বিকেলে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিতে প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট।
আওয়ামী লীগ সরকার আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে : অর্থ উপদেষ্টা

তিনি জানান,আগামী পাঁচ বছরে তিন ধাপে ভ্যাট আরোপের পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। ২০২৫-২৬ অর্থবছর থেকে ব্লেন্ডার, রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক কেটলি, আয়রনসহ অন্যান্য ছোট ইলেকট্রনিক্স পণ্যের স্থানীয় উৎপাদনে ৫ শতাংশ ভ্যাট বসবে। ২০২৭ সাল থেকে তা হবে সাড়ে ৭ শতাংশ এবং ২০৩০ সাল থেকে তা বেড়ে হবে ১০ শতাংশ। তবে স্বস্তির দিক হচ্ছে— এসব পণ্যের উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ ও উপকরণ আমদানির ক্ষেত্রে আগাম করসহ ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি বহাল থাকবে।

এদিকে, ফ্রিজ, ফ্রিজার, এসি ও কম্প্রেসরের উৎপাদন পর্যায়ে এতদিন যে-সব প্রতিষ্ঠান ভ্যাট অব্যাহতি সুবিধা পেয়ে আসছিল, সেই সুযোগও বন্ধ হতে যাচ্ছে। ২০১৯ সালের একটি প্রজ্ঞাপন অনুযায়ী এসব পণ্যের উৎপাদনে ব্যাপক ছাড় ছিল। এবার বাজেটে সে সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। ফলে এসব পণ্যের উৎপাদনেও খরচ বাড়বে এবং সেটির পরিণতিতে বাজারে দামও বাড়ার শঙ্কা রয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, ফ্রিজ, এসি ও কম্প্রেসরের উৎপাদনে ব্যবহৃত উপকরণ ও খুচরা যন্ত্রাংশ আমদানির ওপরেও এবার থেকে ভ্যাট (আগাম করসহ) দিতে হবে। তবে বিদ্যমান বিনিয়োগ সুরক্ষায় ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত কিছু ক্ষেত্রে সম্পূরক শুল্ক অব্যাহতি দেওয়া হবে। মোবাইল ফোন খাতেও আসছে নতুন চাপ। দেশে উৎপাদিত ও সংযোজিত মোবাইল ফোনে বর্তমানে শর্তসাপেক্ষে ভ্যাট অব্যাহতি থাকলেও নতুন বাজেটে তা বাড়িয়ে ২ থেকে ২.৫ শতাংশ করা হতে পারে। এতে দেশীয় উৎপাদনের মোবাইল ফোনের দাম কিছুটা বাড়তে পারে।

এ ছাড়া, স্থানীয়ভাবে উৎপাদিত আয়রন বা স্টিলের এলপিজি সিলিন্ডারে বিদ্যমান সাড়ে ৭ শতাংশ ভ্যাট বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব থাকছে। এটি কার্যকর হতে পারে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

স্থানীয়ভাবে লিফট উৎপাদনেও আসছে নতুন ভ্যাট কাঠামো। আগামী অর্থবছর থেকে লিফট উৎপাদনে ৫ শতাংশ ভ্যাট বসবে, যা পরবর্তী সময়ে ২০২৯ সালের জুন পর্যন্ত ধাপে ধাপে সাড়ে ৭ শতাংশ এবং ১০ শতাংশে উন্নীত হবে। তবে ২০৩০ সালের জুন পর্যন্ত লিফটের যন্ত্রাংশ ও উপকরণ আমদানিতে আগাম করসহ ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি থাকবে।

উল্লেখ্য, প্রস্তাবিত বাজেটের মোট আয়ব্যয় ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার ঘটনা। বাজেট উপস্থাপন করা হলেও সংসদ না থাকার কারণে কোনো সংসদীয় আলোচনা বা বিতর্ক হবে না। তবে অর্থ মন্ত্রণালয় বাজেট বিষয়ে সাধারণ জনগণের মতামত নেবে এবং সেগুলো বিবেচনায় রেখে বাজেট চূড়ান্ত করা হবে।

চূড়ান্তকরণের পর উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সভার সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে অনুমোদন মিললে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে ১ জুলাই থেকে বাজেট কার্যকর করবেন।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সাদাপাথর লুটকাণ্ডে পদ হারানো বিএনপি নেতা র‌্যাবের হাতে গ্রেপ্তার Sep 14, 2025
img
প্রয়োজনে আগামীকাল নির্বাচন দিন কিন্তু নতুন সংবিধান লাগবে: হাসানাত Sep 14, 2025
img
ভাঙ্গায় আবারও ৩ দিনের মহাসড়ক অবরোধ ঘোষণা Sep 14, 2025
img
জয়ে ফিরল আর্সেনাল Sep 14, 2025
img
এমবাপ্পে-গুলেরের নৈপুণ্যে ১০ জন নিয়েও রিয়ালের জয় Sep 14, 2025
img
বলিউড গানে বিশ্ব কাঁপানো ভাইরাল নাচের ঝড় Sep 14, 2025
img
আইসল্যান্ডে শুটিং করা একমাত্র বলিউড গান ‘গেরুয়া’ Sep 14, 2025
‘ফ্যাসিবাদ বিদায় হলেও দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে’ Sep 14, 2025
ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করছেন তারেক রহমান Sep 14, 2025
তরুণ প্রজন্মকে খেলাধুলায় মনোনিবেশের ডাক রুহুল কবির রিজভীর Sep 14, 2025
img
রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে ফরিদা পারভীনের মরদেহ Sep 14, 2025
জাকসুর ভিপি স্বতন্ত্র প্যানেলের জিতু, জিএস ছাত্রশিবিরের মাজহারুল Sep 14, 2025
img
অক্টোবরেই মুম্বাইয়ে শুরু হচ্ছে বলিউড মিউজিক প্রজেক্ট ২০২৫ Sep 14, 2025
img
নির্বাচনে একবারের জন্য আমাদের ক্ষমতায় এনে পরীক্ষা করুন: মুফতি ফয়জুল করীম Sep 14, 2025
img
জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশের পর শিবির সভাপতির কর্মসূচি ঘোষণা Sep 14, 2025
img
কাবুলে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক Sep 14, 2025
img
ইনস্টাগ্রামে বলিউড গানে নতুন ধাঁধার খেলা Sep 14, 2025
img
সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম কারাগারে Sep 14, 2025
img
ফরিদা পারভীনের মৃত্যুতে তারেক রহমান-মির্জা ফখরুলের শোক Sep 14, 2025
img
সুপার ফোরের আশা আছে, ট্রফি জিততেই এসেছি: জাকের Sep 14, 2025