পার্লামেন্টে নেচে-গেয়ে কাগজ ছিঁড়ে প্রতিবাদ, হেনাসহ তিন কিউই এমপি বরখাস্ত

একটি বিতর্কিত বিলের জেরে গত বছর পার্লামেন্টে হট্টগোল করায় বরখাস্ত হলেন নিউজিল্যান্ডের বিরোধী দলের তিন এমপি। এই তিনজন দেশটির মাওরি সম্প্রদায়ের প্রতিনিধি। মাওরিদের সঙ্গে নিউজিল্যান্ডের প্রতিষ্ঠাকালীন চুক্তির সংজ্ঞায় পরিবর্তন আনার জন্য বিলের জেরে তারা প্রতিবাদ জানিয়েছিলেন। ওই সময় নিজস্ব ঐতিহ্য ‘হাকা’ নাচ ও গানের মাধ্যমে প্রতিবাদ জানান তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ওই ঘটনার ভিডিও এখনো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই হাকা নাচে অংশ নেওয়া তিনজন এবার পার্লামেন্ট থেকে সাময়িক বরখাস্ত হলেন। গান শুরু করে বিলের কাগজ ছিড়ে ফেলা নারী হেনা রাওহিতি মাইপি-ক্লার্ককে সাতদিন, তাঁর দলের নেতা রাউরি ওয়াইতিতি ও ডেভি গারেওয়ায়-প্যাকারকে ২১ দিনের জন্য বরখাস্ত করেছে পার্লামেন্টে। এ নিয়ে ভোটের পর এই সিদ্ধান্ত আসে।

ভিডিওতে দেখা যায়, পার্লামেন্টে ‘তে পাতি মাওরি’ বা মাওরি পার্টি মাওরি জনগোষ্ঠীর সঙ্গে দেশের প্রতিষ্ঠাকালীন চুক্তিকে পুনরায় সংজ্ঞায়িত করার জন্য বিলকে সমর্থন করেন কি না, জানতে চাওয়ার পর প্রতিবাদ শুরু হয়। মূলত মাওরি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী এই এমপিরা সম্প্রদায়ের সঙ্গে সাংর্ঘষিক ওই সংসদীয় বিলের বিরুদ্ধে অভিনব কায়দায় প্রতিবাদ জানান।

তারা প্রতিবাদের জন্য যে নাচ-গান ব্যবহার করেছিলেন, এটা কোনো সাধারণ নাচ-গান নয়। এটা মাওরি সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্যবাহী ‘হাকা’ নাচ। ওই সময় কনিষ্ঠ এমপি হেনা রাওহিতি মাইপি-ক্লার্ক বিলের কাগজ ছিঁড়ে ফেলেন, এরপর ওই জনগোষ্ঠীর প্রতিনিধিরা গান গাইতে থাকেন। বাকি এমপিদের সামনে শুরু করেন নাচ।

বিলটি তখন ভোটাভুটিতে বাতিল হয়ে গেলেও দেশব্যাপী ক্ষোভের জন্ম দেয়। গত বছরের নভেম্বরে ৪০ হাজারের বেশি মানুষ পার্লামেন্টের বাইরে প্রতিবাদ জানায়। এবার পার্লামেন্ট তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার পর ডেভি গারেওয়ায়-প্যাকার বিবিসিকে বলেন, ‘মাওরি হওয়ার কারণে আমাদের শাস্তি দেওয়া হয়েছে। তবুও আমরা আমাদের জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে যাব।’

আজ বৃহস্পতিবার পার্লামেন্টে শাস্তির বিষয়ে বিতর্ক চলাকালে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ‘তে পাতি মাওরি’কে চরমপন্থীদের দল এবং ‘যথেষ্ট হয়েছে’ বলার জন্য কিউই পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সকে ক্ষমা চাইতে বলা হয়। ২২ বছর বয়সী সর্বকনিষ্ঠ এমপি মাইপি-ক্লার্ক এক পর্যায়ে চোখের পানি আটকে রেখে বলেন, ‘আমরা কখনোই চুপ থাকব না, এবং আমরা কখনোই হারিয়ে যাব না। আমাদের কণ্ঠস্বর কি এই হাউসের জন্য খুব কর্কশ? এই কারণেই কি আমাদের শাস্তি দেওয়া হচ্ছে?’

উত্তপ্ত বাক্য বিনিময়ের পর বৃহস্পতিবার যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে তা নিউজিল্যান্ডের কোনো আইনপ্রণেতার জন্য সবচেয়ে দীর্ঘতম স্থগিতাদেশ। আগের রেকর্ড ছিল তিন দিন।

আদিবাসী অধিকার সমুন্নত রাখার জন্য নিউজিল্যান্ড দীর্ঘদিন ধরে প্রশংসিত। কিন্তু বর্তমানে রক্ষণশীল লুক্সনের নেতৃত্বাধীন সরকারের অধীনে সম্প্রতি মাওরি সম্প্রদায়ের সঙ্গে তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। মাওরিদের জন্য স্বাস্থ্যসেবা উন্নত করার লক্ষ্যে একটি সংস্থা ভেঙে দেওয়ার পরিকল্পনাসহ মাওরিদের সুবিধা দেওয়া কর্মসূচিতে তহবিল কমানোর জন্য তাঁর প্রশাসন সমালোচিত হচ্ছে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
৩ দশকের ক্যারিয়ারে প্রথমবার সিনেমায় রিচি সোলায়মান Nov 18, 2025
img
জন্মদিনে কেক কাটতে নিষেধ করেছেন তারেক রহমান : রিজভী Nov 18, 2025
img
ভারতের বিপক্ষে একাদশে শমিত, বেঞ্চে জামাল Nov 18, 2025
img
জুবিনের জন্মদিনে আবেগঘন বার্তা গায়কের স্ত্রীর Nov 18, 2025
img
বগুড়ায় নতুন আলুর কেজি ৫০০ টাকা! Nov 18, 2025
img
৫ ব্যাংকের শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ সম্মিলিতভাবে দেখব: অর্থ উপদেষ্টা Nov 18, 2025
img
বিসিবির কমিটিতে বড় রদবদল Nov 18, 2025
img
শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার ব্যাখ্যা দিলো ভারত Nov 18, 2025
img
তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ Nov 18, 2025
মেডিকেল ক্যাম্পে ভিপি সাদিক কায়েমের প্রতিশ্রুতি Nov 18, 2025
টেকনাফে ধর্ম উপদেষ্টার কঠোর বার্তা Nov 18, 2025
যে ৩টা গুনাহ করলে জান্নাত হারাম হয়ে যাবে Nov 18, 2025
ইসলাম কি নারীদের মর্যাদা দেয় Nov 18, 2025
img
৩য় বিয়েও টিকল না দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মীরা বাসুদেবনের Nov 18, 2025
img
এবার আদনান আল রাজীবের পরিচালনায় শাকিব খান Nov 18, 2025
img
বাংলাদেশের তিন ফরম্যাটের ৩ সহ-অধিনায়কের নাম ঘোষণা Nov 18, 2025
img
স্থগিত হল ভারত-বাংলাদেশ সিরিজ Nov 18, 2025
img
মুশফিক আমাদের মাইক হাসি : হাবিবুল বাশার Nov 18, 2025
img
আবারও বিতর্কে আলিয়া, কী বললেন মুকেশ ভাট? Nov 18, 2025
img

সম্মিলিত ছাত্র সংসদের বিবৃতি

হাসিনার পক্ষ নেওয়া শিক্ষকদের চাকরিচ্যুত করতে হবে Nov 18, 2025