ঈদে ঢাকায় কড়া নিরাপত্তা, ঈদগাহ ও বাসাবাড়িতে নজরদারিতে র‍্যাব-পুলিশ

সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার (৭ জুন) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় জমে উঠেছে কোরবানির পশুর হাট, কেনা-বেচা চলছে শপিংমলগুলোতে। অন্যদিকে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন মানুষজন। এতে করে ধীরে ধীরে ফাঁকা হচ্ছে ঢাকা।

তাই ঈদের আগ মুহূর্তে ও ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরইমধ্যে ঢাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কাজ করছে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া ঢাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

আরো জানা যায়, ঢাকার গুরুত্বপূর্ণ ঈদগাহগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সক্রিয় হয়েছেন বিভিন্ন সরকারি বাহিনীর সদস্যরা। প্রতিটি ঈদগাহে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া যেহেতু রাজধানী ছেড়ে মানুষজন নিজ নিজ বাড়ি যাচ্ছেন ঈদ উদযাপনের জন্য, সে কারণে ফাঁকা হতে যাওয়া ঢাকার বিভিন্ন এলাকায় টহল বাড়ানো হয়েছে। ফাঁকা ঢাকায় রাস্তা-ঘাট ও বাসা-বাড়িতে যেন চুরি-ছিনতাই না হয় সেজন্য এলাকাভিত্তিক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও নিয়মিত টহলের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি থাকবে।

ঢাকার নিরাপত্তার বিষয়ে ডিএমপি সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন এলাকায় স্যুইপিং করা, আর্চওয়ে ও মেটাল ডিটেকটর দিয়ে চেক করাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আবাসিক এলাকায় পুলিশের মোবাইল পেট্রোল বাড়ানোসহ বিভিন্ন ব্যাংক এবং এটিএম বুথের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগ চেকপোস্ট, তল্লাশি ও গাড়ি চেকিং কার্যক্রম জোরদার করেছে।

ঈদকে কেন্দ্র করে ঢাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদের আগে ও পরে এবং ঈদের ছুটিতে ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক ডিএমপি।

এদিকে ঈদকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে র‍্যাব জানায়, আসন্ন ঈদ উপলক্ষ্যে সারাদেশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ঈদ নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের কন্ট্রোলরুম, মোবাইল পেট্রোল, ক্যাম্প, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং শুরু হয়েছে। গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে কোনো ধরনের নাশকতার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি। তারপরেও গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে নজরদারি বাড়ানোর মাধ্যমে নাশকতাকারীদের যেকোনো ধরনের নাশকতার পরিকল্পনা রোধ করতে সর্বদা প্রস্তুত রয়েছে এ বাহিনী।

এ বিষয়ে মঙ্গলবার (৩ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ এক সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, বড় ঈদগাহগুলোতে নিরাপত্তা সুইপিং ও সিসিটিভি কাভারেজের পাশাপাশি পশুবাহী ট্রাকে চাঁদাবাজি রোধে নিয়মিত টহল এবং অনলাইনে পশু কেনাবেচায় র‍্যাবের সাইবার মনিটরিং সেল নিয়মিত নজরদারি করা হচ্ছে।

এছাড়া যাতে জনগণ উৎসবমুখর পরিবেশে কেনাকাটা করে নিরাপদে বাড়ি ফিরতে পারে, ঈদের ছুটিতে যাওয়া সারাদেশে মানুষের বাসস্থান, কর্মস্থল এবং শপিংমলসহ অন্যান্য স্থানে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।

ঈদের নিরাপত্তার বিষয়ে সরকারি সূত্রে জানা যায়, জনগণ যাতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য বিজিবি সদস্যরা সীমান্তের নিরাপত্তা বিধান, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও ঈদ জামায়াত ইত্যাদির নিরাপত্তা বিধানে সদা সচেষ্ট ও তৎপর থাকবে। এছাড়া ঈদে নিরাপত্তায় আনসার সদস্যরাও মাঠে থাকবে। পাশাপাশি গোয়েন্দা বিভাগের সদস্যরা যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে মাঠে থাকবে।

ঈদের ছুটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঈদে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি মাশাল্লাহ খুবই ভালো থাকবে। আপনারা সবাই ছুটিতে চলে গেলেও আমাদের ইউনিফর্ম বাহিনী কিন্তু থেকে যাচ্ছে। এজন্য কোনো অসুবিধা হবে না।

এসএম/টিকে     

Share this news on:

সর্বশেষ

img
সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স প্রধান Sep 14, 2025
img
শিল্পীদের এত পাপী ভাববেন না : কনকচাঁপা Sep 14, 2025
জাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন ডাকসু জিএস এস এম ফরহাদের Sep 14, 2025
img
জেন-জি বিক্ষোভে হওয়া সহিংসতাকে অপরাধমূলক কাজ বললেন সুশীলা কার্কি, তদন্তের ঘোষণা Sep 14, 2025
img
ফেব্রুয়ারির পর চলে যেতে হবে, মানুষের জন্য কিছু করে যেতে চাই: অর্থ উপদেষ্টা Sep 14, 2025
img
প্রাণিসম্পদ উপদেষ্টার অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠলো শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি Sep 14, 2025
img

শামসুজ্জামান দুদু

নির্বাচনে বিএনপি জয়ী হলে পাচার করা টাকা ফিরিয়ে আনা সম্ভব হবে Sep 14, 2025
img
শুল্ক ইস্যুতে আলোচনা করতে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল Sep 14, 2025
img
মালয়েশিয়ায় বিশ্বকাপের প্রস্তুতি বাংলাদেশের! Sep 14, 2025
img
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদনে নতুন নিয়ম চালু Sep 14, 2025
img
বাগেরহাটে টানা সোম-মঙ্গল-বুধবার হরতাল Sep 14, 2025
শিবির প্যানেল থেকে যেভাবে ডাকসুর নেত্রী হলেন জুমা! Sep 14, 2025
img
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু ইসির Sep 14, 2025
img
ওড়না ছাড়া ছাত্রীকে দেখতে চান শিক্ষক, কলেজ গেটে ঝুলছে স্ক্রিনশট Sep 14, 2025
img
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চায় লাটভিয়া Sep 14, 2025
img
পাচার হওয়া অর্থ ফেরত আনার চেষ্টা করছে সরকার : অ্যাটর্নি জেনারেল Sep 14, 2025
img
দুর্নীতির মামলায় স্ত্রীসহ ছাগলকাণ্ডের মতিউর রহমান রিমান্ডে Sep 14, 2025
img
আমি শিবের ভক্ত, বিষ গিলে ফেলব: মোদি Sep 14, 2025
img
রাকসুর ভোট গণনা ওএমআর মেশিনেই হবে: প্রধান নির্বাচন কমিশনার Sep 14, 2025
img
ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে পাকিস্তান Sep 14, 2025