নায়িকা হতেই হবে, এমন কোনো কথা নেই: মম

জাকিয়া বারী মম। নন্দিত অভিনেত্রী ও মডেল। সম্প্রতি লুৎফর হাসানের রচনা ও সোহেল রাজের পরিচালায় নির্মিত ‘স্কুলগেট’ নাটকে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন তিনি। এ নাটকে অভিনয়ে অভিজ্ঞতা, কাজের বিষয়ে নিজস্ব ভাবনা ও অন্যান্য প্রসঙ্গে তিনি কথা বলেছেন সমকালের সঙ্গে।

একই সময়ে বেশ কিছু নাটকের প্রস্তাব পেয়েছিলেন। সেখান থেকে ‘স্কুলগেট’ নাটকটি বেছে নেওয়ার কারণ?

এখনকার বেশির ভাগ নাটকের গল্প প্রায় একই ধাঁচের। সেসব গল্পে অভিনয়ের কতটুকু মূল্যায়ন হবে বলা কঠিন। এদিক থেকে ‘স্কুলগেট’ নাটকের কাহিনি কিছুটা সময়োপযোগী মনে হয়েছে। নাট্যকার লুৎফর হাসান যখন এই নাটকের গল্প শুনিয়েছিলেন, তখন মনে হয়েছিল, এর চরিত্রগুলো সহজেই দর্শকমনে নাড়া দেবে। এমন মনে হওয়ার কারণে ‘স্কুলেগেট’-এর গল্পে দেখা মেলে চেনা জীবন আর চরিত্রে আছে আমাদের চার পাশের মানুষগুলোর ছায়া। একই সঙ্গে এই বিষয়গুলো ভাবিয়ে তুলবে’ সন্তানদের আমরা কীভাবে মানুষ করছি, আমাদের পারিবারিক বন্ধন কেমন হওয়া উচিত। তাই অন্য যে কোনো কাজ হাতে নেওয়ার আগে অভিনয়ের জন্য এই নাটকটি বেছে নিয়েছি।

নির্মাতা, নাট্যকার এমনকি সহশিল্পীদের অনেকেই তরুণ; যাদের সঙ্গে আগে সেভাবে কাজ করা হয়ে ওঠেনি। সে হিসেবে গল্প পছন্দ হলেও নাটকের নির্মাণ যেমন কল্পনা করেছেন, তেমনই হয়েছে?



নতুনদের মধ্যে যারা নিয়মিত অভিনয় করছেন, গল্প-চিত্রানাট্য লিখছেন, নাটক-সিনেমা-সিরিজ পরিচালনা করছেন তাদের সবার সঙ্গেই যে কাজ করা হয়েছে, তা নয়। কিন্তু অনেকের কাজ দেখেছি, বেশ কয়েকজনকে সম্ভাবনাময় মনে হয়েছে। তাই নতুনদের সঙ্গে কাজ করার বিষয়ে কখনও অনীহা ছিল না। যখন কোনো গল্প, চরিত্র ভালো লাগছে, নির্মাণ পরিকল্পনায় একটু আলাদা মনে হচ্ছে, সে কাজগুলো করছি। কাজের ফলাফলও আশাবাদী করে তুলেছে। যেমন পরিচালক সোহেল রাজের কথাই বলি, তিনিও নতুন। কিন্তু শুটিং করতে গিয়ে দেখেছি, টেকনিক্যাল বিষয়গুলো তিনি দারুণভাবে রপ্ত করেছেন। গল্প উপস্থাপনেও নিজস্ব ধরন আছে। তাই সোহেল রাজের মতো যে নির্মাতা কাজে নিজস্বয়তার ছাপ রাখতে পারছেন, তাদের কাছে ভালো কিছু আশা করতেই পারি। এজন্য ‘স্কুলগেট’ ভালো কিছু হবে এমন প্রত্যাশা নিয়েই অভিনয় করেছি।

একসময় রোমান্টিক গল্পে নাটকেই বেশি অভিনয় করতে দেখা গেছে। এখন কী আগের ভাবনা থেকে সরে এসেছেন?

‘সময়ের চাহিদা’ বলে একটা কথা আছে। এর মানে হলো সময়ই আপনাকে নির্ধারণ করে দেবে, কখন কী করতে হবে। একসময় রোমান্টিক গল্পের নাটকে বেশি কাজ করেছি, কারণ আমার কাছে দর্শকের প্রত্যাশা সেটাই ছিল। তারপরও যখন সুযোগ পেয়েছি, অভিনয়ে নিজেকে ভেঙে ভিন্ন রূপে তুলে ধরার চেষ্টা করেছি। এভাবে যতটুকু পেরেছি দর্শক প্রত্যাশা পূরণের পাশাপাশি চেষ্টা করেছি নিজের শিল্পীসত্তাকে খুশি রাখতে। কারণ অভিনয় শুধু তো পেশা নয়, ভালোবাসার একটা জায়গা।

নায়িকা ইমেজ থেকে বেরিয়ে এসে এখন কি যে কোনো চরিত্রে অভিনয়ের জন্য আপনি প্রস্তুত?

নায়িকা হতেই হবে, এমন কোনো কথা নেই। অভিনয়ের মূল্যায়ন হবে– এমন যে কোনো চরিত্রে অভিনয়ের জন্য আমি প্রস্তুত। আমি বারবারই কাজের সংখ্যা নিয়ে মাথা ঘামাইনি। ক্যারিয়ার নিয়ে কখনও হতাশ ছিলাম না; বরং প্রতিনিয়ত মনে করি, যখন যে অবস্থানে আছি, সেখান থেকেই শুরু হবে নতুন করে পথচলা।

আপনি একজন পরীক্ষিত অভিনেত্রী। তারপরও যাদের জীবনযাপন, ভাবনার জগৎ সম্পর্কে খুব একটা ধারণা নেই, তাদের চরিত্র পর্দায় তুলে গেলে কি পরিচালকের ওপর নির্ভর করেন?
অভিনয়ের আগে যতটা পারি চরিত্রের যাপিত জীবন, ভাবনার জগৎ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। পরিচালকের পরামর্শ নিয়েও কাজটা সহজ করে তোলার চেষ্টা করি। গল্প ও চরিত্র কীভাবে পর্দায় উপস্থাপন করা হবে, তা নিয়ে নির্মাতাদের নিজস্ব একটা পরিকল্পনা থাকে। এজন্য তাদের ওপরও অনেক সময় নির্ভর করতে হয়। তাই পরীক্ষিত অভিনেত্রী বললেও এটাই সত্যি, আমি এখনও অভিনয়ের পরীক্ষা দিয়েই চলেছি। এখনও ক্যামেরার সামনে দাঁড়ালে নার্ভাস লাগে এই ভেবে যে, আমার কাছে নির্মাতার যে প্রত্যাশা, অভিনয়ের মধ্য দিয়ে তা পূরণ করতে পারব কিনা।

এখন বেশির ভাগ নির্মাতা কাজের বিষয়ে নির্দিষ্ট একটা সময় বেঁধে দেন। এতে ভালো কিছু করে দেখার সুযোগ কতটুকু?

ভালো কিছুর জন্য যথেষ্ট সময় নিতে হয়। কিন্তু ভালো কিছু তখনই হয়, যখন শেখানে মেধা আর নতুনধারার মিশ্রণ ঘটে। অবাক করা বিষয় হলো, এ দেশে নির্মাতাদের কাজের সুযোগসুবিধা কম। বাজেটও থাকে নির্দিষ্ট। এজন্য প্রতিটি কাজ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়। অবাক করার মতো হলেও সত্যি যে, মাত্র দুই-তিন দিন কাজ করেও অনেকে ভালো কিছু তুলে ধরতে পারছেন। সেই সব নির্মাতার প্রশংসা না করলেই নয়; যারা অনেক প্রতিবন্ধকতার মধ্যেও কাজের মধ্য দিয়ে সময়কে জয় করে চলেছেন।

অনেক কথা হলো, এবার বলুন সামনে নতুন কোন আয়োজনে আপনাকে দেখা যাবে?

বেশ কিছু নাটক ও সিরিজ নিয়ে কথা হচ্ছে। তার মধ্যে সেগুলো ভিন্ন ধরনের মনে হবে, অভিনয়ের জন্য সেগুলো বেছে নেব। এর বাইরে ‘মাস্টার’ নামে একটি সিনেমায় অভিনয় করেছি। এ বছরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা আছে। আশা করছি, সেখানে দর্শক আমাকে নতুন রূপে আবিষ্কার করবেন।


পিএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনের কারণে এগিয়ে এলো কওমি মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষা Dec 15, 2025
img
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে গেলেন আর্শদীপ Dec 15, 2025
img
লাতিন আমেরিকায় মার্কিন বাহিনীর নেতৃত্বে থাকা অ্যাডমিরালের পদত্যাগ Dec 15, 2025
img
১০ বিলিয়ন ইউরো দিয়ে বার্সেলোনাকে কিনতে চান সৌদি যুবরাজ! Dec 15, 2025
img
সাবেক বিচারপতির মৃত্যু, আজ অর্ধবেলা বন্ধ থাকবে সুপ্রিম কোর্টে বিচারকাজ Dec 15, 2025
img
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন হার্দিক পান্ডিয়া Dec 15, 2025
img
হংকংয়ের গণতন্ত্রপন্থি নেতা জিমি লাই দোষী সাব্যস্ত Dec 15, 2025
img
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে গিটার বাজিয়ে শোনালেন জন কবির Dec 15, 2025
img
বায়ুদূষণের তালিকায় শীর্ষ ৮ নম্বরে রাজধানী ঢাকা Dec 15, 2025
img
মাত্র ১ ঘণ্টার বৃষ্টিতে ডুবল মরক্কো, প্রাণ গেল অন্তত ২১ জনের Dec 15, 2025
img
ভারতের নাগাল্যান্ডে দাবানল, ৭২ ঘণ্টা ধরে জ্বলছে জুকো উপত্যকা Dec 15, 2025
img
নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বিভাগীয় কমিশনার-জেলা প্রশাসকদের ইসির চিঠি Dec 15, 2025
img
বিচ্ছেদ মানেই শেষ হয়ে যাওয়া নয়: অপু Dec 15, 2025
img
শীতে কাবু তেঁতুলিয়া, তাপমাত্রা নামলো ৯ ডিগ্রিতে Dec 15, 2025
img
ওসমান হাদির ঘটনায় জয়পুরহাট সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বিজিবির Dec 15, 2025
img
আর নেই সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন Dec 15, 2025
img
৩১ ডিসেম্বর পর্যন্ত সেন্ট মার্টিনগামী জাহাজের সব টিকিট বিক্রি Dec 15, 2025
img
১৩ মাস পর নিউজিল্যান্ড টেস্ট দলে বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল Dec 15, 2025
img
বাবরি মসজিদ নির্মাণের অনুদান নিয়ে জালিয়াতির অভিযোগ Dec 15, 2025
img
বগুড়া সদর থানায় পুলিশের কাছ থেকে ১০ রাউন্ড গুলি উধাও Dec 15, 2025