টঙ্গীতে কারখানার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন বিসিক শিল্প এলাকায় ওয়াশিং কারখানার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির সহযোগী সংগঠনের দুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ জুন) দুপুর ও সন্ধ্যায় দুই দফায় এ ঘটনা ঘটে। এতে পুরো শিল্প এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি কারখানায় অস্থায়ীভাবে কাজ বন্ধ রাখা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সংঘর্ষের কেন্দ্রবিন্দু ছিল ‘ঢাকা ওয়াশিং প্ল্যান্ট-২’ নামের একটি কারখানা। ওই কারখানায় ওয়াশিং কার্যক্রম পরিচালনা করছিলেন যুবদল ও শ্রমিকদলের দুই নেতা—মো. আবদুল কুদ্দুছ (৩৮) ও মো. শাকিল আহমেদ (৩২)। দুজনেই টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেনের অনুসারী।

অপরদিকে, ছাত্রদল নেতা মো. আকাশ, (যিনি বিএনপি নেতা শাহনূর ইসলাম রনির অনুসারী হিসেবে পরিচিত) বুধবার সকাল ১১টার দিকে ২৫-৩০ জন সহযোগী নিয়ে কারখানায় প্রবেশ করেন। তারা কুদ্দুছ-শাকিল গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ড্রাই প্রসেস ইউনিটের কার্যক্রম জোরপূর্বক বন্ধ করে দেন এবং শ্রমিকদের বের করে দেন।

পরে কুদ্দুছ-শাকিলপন্থী নেতারা শ্রমিকদের ফিরিয়ে এনে পুনরায় কার্যক্রম চালু করেন। কিন্তু বিকেল ৬টার দিকে আবার উত্তেজনা ছড়ায়। আকাশ গ্রুপ দ্বিতীয়বারের মতো কারখানায় প্রবেশ করে শ্রমিকদের বের করে দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

চোখের সামনে সংঘর্ষ দেখতে পাওয়া স্থানীয়রা জানান, ওই সময় যুবদল নেতা দেলোয়ার হোসেন দেলো (সাবেক সাধারণ সম্পাদক, ৪৫ নম্বর ওয়ার্ড যুবদল) এর নেতৃত্বে কুদ্দুছ-শাকিলপন্থীরা বাঁশতলা রোডে অবস্থান নেয়। সেখানে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্রেরও ব্যবহার হয়।

গোপন সূত্রের দাবি, দেলোয়ার অন্তত দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন কুদ্দুছ ও শাকিল। অভিযোগে তারা উল্লেখ করেন, ছাত্রদল নেতা আকাশ ও তার সহযোগীরা চাঁদার দাবিতে ওয়াশিং ইউনিটের কার্যক্রমে বারবার বাধা সৃষ্টি করছে এবং নিরাপত্তা পরিস্থিতিকে হুমকির মুখে ফেলছে।

অভিযুক্তদের পক্ষ থেকে বারবার যোগাযোগের চেষ্টা করলেও কেউ মন্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন,আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিসিক শিল্পনগরীর কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করে জানান, সম্প্রতি শিল্প এলাকায় একটি সংঘবদ্ধ চক্র চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে।কেউ প্রতিবাদ করলেই হামলা-মামলা ও ভয়ভীতি দেখানো হচ্ছে।

আরএম  

Share this news on:

সর্বশেষ

img
গ্লোবাল ফ্লোটিলার কর্মীদের মুক্তির দাবি গণসংহতি আন্দোলনের Oct 03, 2025
img
কুয়ালালামপুরে সংহতি জানিয়ে সুমুদ ফ্লোটিলা সমাবেশ Oct 03, 2025
img
এবার যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে নীলচক্র Oct 03, 2025
img
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক Oct 03, 2025
img
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত‍্যুতে প্রধান উপদেষ্টার শোক Oct 03, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Oct 03, 2025
ইউক্রেনের টমাহক চাওয়ায় রাশিয়ার রেডলাইন শঙ্কা Oct 03, 2025
অবরুদ্ধ গাজা নৌবহর আটক, ইসরায়েল নিশ্চিত নিরাপত্তা Oct 03, 2025
img
এদেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নাই : সেলিমুজ্জামান Oct 03, 2025
চীনের সঙ্গে বৈঠক ঠিক করতে বাইডেনকে আক্রমণ ট্রাম্পের Oct 03, 2025
সুমুদ ফ্লোটিলা থেকে শহিদুল আলমের পোস্ট, চাইলেন ক্ষমা Oct 03, 2025
গাজামুখী ফ্লোটিলার যাত্রা গাজায় পৌঁছাতে পারেনি: ইসরায়েল Oct 03, 2025
শাপলা প্রতীক বাদ, এনসিপিকে থালা-হাঁস-বেগুনসহ ৫০ প্রতীকের অপশন দিলো ইসি Oct 03, 2025
img
শুক্রবার বিক্ষোভ মিছিলের ঘোষণা ইসলামী আন্দোলনের Oct 03, 2025
একটি ছাড়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব জাহাজ আটক, গ্রেফতার ৩১৭ স্বেচ্ছাসেবী Oct 03, 2025
পূজার ছুটিতে অস্বাভাবিক রাজধানীর সবজির বাজার Oct 03, 2025
জামায়াত রাজাকারের বংশধর, ভোট পাবে ৬ শতাংশ: ফজলুর রহমান Oct 03, 2025
৫ই আগস্টের পর কি দেশের মানুষ সব ফেরেস্তা হয়ে গেছে? : ব্যারিস্টার ফুয়াদ Oct 03, 2025
কাজ ও মাতৃত্বের ভারসাম্যে নিজ জীবনের গল্প শোনালেন রানী মুখার্জি Oct 03, 2025
ইনজুরি কাটিয়ে সেরা ছন্দে না থাকলেও বর্ষসেরা বেলিংহ্যাম Oct 03, 2025