পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে ‘সরদার জি ৩’ ছবিতে অভিনয়ের জেরে যখন দিলজিৎ দোসাঞ্জ দেশজুড়ে সমালোচিত, তখন তাঁর পাশে দাঁড়ালেন খ্যাতনামা পরিচালক ইমতিয়াজ আলি। সরাসরি বললেন— দিলজিৎ সত্যিকারের মাটির সন্তান, প্রকৃত দেশপ্রেমিক।
NDTV-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইমতিয়াজ আলি বলেন, “ওর মধ্যে দেশভক্তির আবেগ একেবারে পূর্ণ। মাটির সন্তান দিলজিৎকে দেশপ্রেম শিখিয়ে দিতে হয় না— সেটা ওর কাজেই স্পষ্ট হয়ে যায়।” তিনি উদাহরণ দেন, কীভাবে দিলজিৎ মঞ্চে ভারতীয় পতাকা নেড়ে গর্বের সঙ্গে ‘ম্যায় হুঁ পাঞ্জাব’ বলে মাতিয়ে তোলেন।
‘সরদার জি ৩’-এ প্রধান নারী চরিত্রে রয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। এই খবর সামনে আসতেই ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (FWICE) ছবির গোটা টিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলে। সমালোচকরা বলেন, এমন সময়ে যখন দুই দেশের সম্পর্ক উত্তপ্ত, তখন পাক শিল্পীদের নিয়ে ছবি করা দেশদ্রোহের শামিল।
কাস্টিং নিয়ে দিলজিতের দায় নেই বলেই মত পরিচালক ইমতিয়াজের। বলেন, “অভিনেতার হাতে সবসময় কাস্টিংয়ের সিদ্ধান্ত থাকে না। আমি জানি না ছবির কাস্টিং কীভাবে হয়েছে, কিন্তু দিলজিতের দেশপ্রেম নিয়ে কোনও সন্দেহ নেই।”
তিনি আরও যোগ করেন, “যারা দিলজিতকে মন দিয়ে দেখবে, তারা ওর ভেতরের সততা বুঝবে। ওর দেশপ্রেম নিয়ে কোনও প্রশ্নই ওঠে না।”
‘সরদার জি ৩’-এর শ্যুটিং শেষ হয়েছিল দুই দেশের মধ্যে বর্তমান উত্তেজনা শুরুর অনেক আগেই। কিন্তু এখন যখন সীমান্ত উত্তেজনা, সন্ত্রাসী হামলা ও রাজনীতিক টানাপোড়েন তুঙ্গে, তখন সেই ছবি মুক্তি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।
ইমতিয়াজ আলি স্পষ্ট বলেছেন, ক্রস-বর্ডার শিল্পীদের নিয়ে কাজ মানেই দেশদ্রোহ নয়। বরং শিল্প-সংস্কৃতির মধ্যে সংলাপের জায়গা থাকা উচিত। তার বক্তব্য ইন্ডাস্ট্রিতে নতুন করে বিতর্কের ঢেউ তুললেও অনেকেই একে সাহসী অবস্থান হিসেবে দেখছেন।
দেশজুড়ে যখন ক্রস-বর্ডার কাজ নিয়ে আবেগ ও রাজনীতি মিশে যাচ্ছে, তখন বলিউডের ভেতর থেকেও আসছে স্বরাষ্ট্রীয় সুর। ইমতিয়াজ আলি সাফ জানিয়ে দিলেন— দিলজিৎকে এককথায় দোষী তকমা দেওয়ার আগে তার ধারাবাহিক কাজ, সততা আর দেশপ্রেমও দেখতে হবে।
এফপি/ টিএ