ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের নাম প্রকাশে অনিচ্ছুক এক খেলোয়াড়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দলের প্রধান কোচ ড্যারেন স্যামি।
গায়ানাভিত্তিক সংবাদমাধ্যম কাইয়েটুর নিউজ গত সপ্তাহে জানিয়েছে, ২০২৩ সাল থেকে একাধিক নারী এই খেলোয়াড়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। যদিও এখনো পর্যন্ত কারো বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ বা মামলা দায়ের হয়নি।
খবর প্রকাশের পর এ নিয়ে মুখ খুলেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন স্যামি। স্যামি বলেন, ‘মিডিয়ায় কি চলছে, আমরা সবাই তা জানি। আমি আমার খেলোয়াড়দের খুব কাছ থেকে জানি। তাদের মানসিক অবস্থা যেন ঠিক থাকে, সে বিষয়েও আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি।
একটা কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি—আমরা ন্যায়বিচারে বিশ্বাস করি। তবে, এটাও মনে রাখতে হবে যে, ন্যায়বিচারের জন্য একটা সঠিক প্রক্রিয়া আছে।’
তিনি আরো বলেন, ‘আমরা যথাসম্ভব সমর্থন দেব যাতে সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়। বোর্ডের পক্ষ থেকে কিংবা একজন প্রধান কোচ হিসেবে আমি চাই—সব পক্ষের জন্য ন্যায়বিচার নিশ্চিত হোক।’
গেল সপ্তাহেই এসব অভিযোগ প্রকাশ্যে আসে। যদিও এখনো পর্যন্ত কোনো অভিযুক্তের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। স্যামি জানান, তিনি ২০২৩ সালের মে মাসে ওয়েস্ট ইন্ডিজের হোয়াইট বল দলের কোচ হিসেবে নিয়োগ পান এবং কিছুদিন আগে টেস্ট দলের দায়িত্ব গ্রহণ করেন। অভিযোগগুলো যদি ২০২৩ সালের আগের হয়, সে বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের এ নিয়ে তদন্ত চালানো উচিত কি না—এমন প্রশ্নে স্যামি বলেন, ‘আমি এর উত্তর দিতে পারব না।
তবে আমি নিশ্চিত, বোর্ড যথাসাধ্য চেষ্টা করছে যেন সঠিক প্রক্রিয়া অনুসরণ হয়।’
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের এক মুখপাত্র জানিয়েছেন, তারা এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য বা অভিযোগ পাননি, তাই তারা এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে পারছেন না।
এফপি/এসএন