বলিউডের তিন খানের মধ্যে অন্যতম দুই তারকা শাহরুখ খান ও আমির খান। একটা সময় তাদের সম্পর্ক ছিল শীতল যা নিয়ে বলিপাড়ায় কম চর্চা হয়নি। একে অপরের প্রতি মন্তব্য করে তারা প্রায়শই সংবাদের শিরোনামে আসতেন।
তবে সময়ের সঙ্গে সেই সব তিক্ততা এখন অতীত। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান তার এবং শাহরুখের মধ্যকার পুরোনো সংঘাতকে ‘ছেলেমানুষি’ বলে আখ্যা দিয়েছেন।
আমির খানের কথায়, ‘একটা সময়ে এমন ছিল যখন আমি ও শাহরুখ দু’জনেই একে অন্যের বিরুদ্ধে অনেক কিছু বলেছি। মনে হয় তখন ও আমার উপরে কোনো কারণে বিরক্ত ছিল। আসলে আমি সাক্ষাৎকারের মাঝে অন্য কাউকে নিয়ে সেভাবে কথা বলি না তাই এগুলো বলিনি আগে।’
বর্তমানে শাহরুখকে নিজের খুব ভালো বন্ধু হিসেবে উল্লেখ করে আমির বলেন, ‘শাহরুখ এই মুহূর্তে আমার খুব ভালো বন্ধু। তবে ক্যারিয়ার শুরুর সময়ে আমরা প্রতিপক্ষ ছিলাম। সেই রেষারেষির বোধটা ১০-১৫ বছর আগে থেকেই আর নেই। অন্তত আমার দিক থেকে তো এটা বলতে পারি। সেই সময়ে ওগুলো ছেলেমানুষি ছিল।’
একই সময়ে বলিউডে ক্যারিয়ার শুরু করা এই দুই খানের বক্স অফিস দখল ও একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা ছিল ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত বিষয়। একটা সময় মাত্র দু'মাসের ব্যবধানে মুক্তি পেয়েছিল শাহরুখ অভিনীত 'মাই নেম ইজ খান' এবং আমিরের 'থ্রি ইডিয়টস'।
এফপি/এসএন