রহস্য, রোমাঞ্চ, আর অতিপ্রাকৃত আতঙ্ক—এই ত্রিভুজে ঘেরা এক নতুন গোয়েন্দার আবির্ভাব ঘটতে চলেছে বাংলা সিনেমায়। ২০২৫ সালের ১৮ জুলাই মুক্তি পেতে চলেছে ‘সরলাক্ষ হোমস’। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার ও মোশন পোস্টার, যা ইতিমধ্যেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রে।
নামেই ইঙ্গিত—এই গোয়েন্দার শিকড় কোথাও না কোথাও মিলছে ‘শার্লক হোমস’-এর সঙ্গে। আসলে এটি স্যার আর্থার কোনান ডয়েলের বিখ্যাত কাহিনি ‘দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস’-এর এক আধুনিক ও বাঙালিয়ানায় মোড়ানো রূপ। তবে এ কাহিনির আবহে শুধু লজিক নয়, রয়েছে বাংলার লোককথা, অতিপ্রাকৃত ছায়া আর গা ছমছমে পরিবেশ।
শিরোনাম চরিত্রে রয়েছেন তরুণ অভিনেতা রিশভ বসু, যিনি একেবারে অন্যধাঁচে হাজির হয়েছেন এই রহস্যময় চরিত্রে। সঙ্গে রয়েছেন গৌরব চক্রবর্তী ও অর্ণ মুখোপাধ্যায়—দুই শক্তিশালী অভিনেতা, যাঁদের উপস্থিতি সিনেমাটিকে দিচ্ছে এক অন্য মাত্রা।
পরিচালনায় রয়েছেন সয়ন্তন ঘোষাল, যাঁর ঝুলিতে রয়েছে একাধিক সফল রহস্য ও ফ্যান্টাসি প্রজেক্ট। প্রযোজনায় এসকায় মুভিজ, উপস্থাপনায় অশোক ও হিমাংশু ধানুকা, যাঁদের প্রযোজনায় বরাবরই থাকে চমক ও মান।
টিজারে ফুটে উঠেছে অন্ধকারে মোড়া এক রহস্যপুর্ণ জগত, যেখানে ছায়ার মধ্যেই লুকিয়ে রয়েছে সত্য। পরিচালক জানালেন, “এই সিনেমা শুধু গোয়েন্দা গল্প নয়, এটি এক নতুন মিথের সূচনা।”
বাংলা দর্শকের কাছে ‘গোয়েন্দা’ মানেই ফেলুদা, ব্যোমকেশ বা কাকাবাবুর ছায়া। সেখানে ‘সরলাক্ষ হোমস’ এক ঝুঁকিপূর্ণ প্রয়াস—যেখানে পুরোনো ঐতিহ্যকে ভেঙে তৈরি হচ্ছে এক আধুনিক কিংবদন্তি।
এবার শুধু অপেক্ষা ১৮ জুলাইয়ের। সেই দিনই বোঝা যাবে—বাংলা কি পেয়েছে তার নিজস্ব ‘শার্লক’-এর উত্তরসূরি? নাকি এই রহস্য আরও গভীর, আরও অন্ধকার?
এসএন