উচ্চাকাঙ্ক্ষী ঘোষণা দিয়ে যাত্রা শুরু করেছিল ‘অধীর’। ব্যতিক্রমী গল্প বলার জন্য পরিচিত নির্মাতা প্রসান্ত ভার্মার পরিচালনায় নতুন প্রজন্মের সুপারহিরো সিনেমা হিসেবে এর পরিকল্পনা করা হয়েছিল। এই ছবির মাধ্যমে প্রযোজক ডিভিভি দানাইয়ার ছেলে কল্যাণ দাসারিকে বড় পর্দায় নায়ক হিসেবে লঞ্চ করার প্রস্তুতি চলছিল জোরেশোরেই।
প্রথম ঘোষণার সময়ই ছবিটি নিয়ে দর্শক এবং ইন্ডাস্ট্রিতে বিপুল আগ্রহ তৈরি হয়েছিল। প্রকাশিত টিজারে এক নতুন ধাঁচের সুপারহিরো সিনেমার আভাস মিলেছিল। সবাই ভেবেছিল, দক্ষিণী সিনেমার সুপারহিরো ঘরানায় এটি এক নতুন দিগন্ত খুলে দেবে।
কিন্তু সবকিছু হঠাৎ করেই যেন থমকে গেল। প্রাথমিক পরিকল্পনা আর জাঁকজমকপূর্ণ ঘোষণার পর এখন এই প্রকল্প সম্পূর্ণ স্থবির অবস্থায় রয়েছে। জানা গেছে, পরিচালক প্রসান্ত ভার্মা আর এই ছবির সঙ্গে যুক্ত নেই। নতুন কোনো পরিচালকও এখনো ঠিক হয়নি। কয়েক মাস ধরে ছবির কাজ একেবারে বন্ধ হয়ে আছে।
ইন্ডাস্ট্রির সূত্রগুলো বলছে, এর পেছনে রয়েছে মানসিক চাপ, সৃজনশীল দ্বিধা এবং নেতৃত্বের অভাব। কোনো সুস্পষ্ট পরিকল্পনা না থাকায়, ছবিটি দিন দিন অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। এমনকি অনেকেই বলছেন, অনির্দিষ্টকালের জন্য ছবিটি স্থগিত হয়ে যেতে পারে।
প্রসান্ত ভার্মা এর আগে ‘অ’ (Awe), ‘জোম্বি রেড্ডি’, ‘হনুমান’ এর মতো ছবির মাধ্যমে সমালোচক এবং দর্শকের বাহবা কুড়িয়েছিলেন। বিশেষ করে ‘হনুমান’ ছবিটি বাণিজ্যিকভাবে ব্যাপক সফলতা পেয়েছিল। তাই ‘অধীর’ নিয়ে প্রত্যাশাও ছিল আকাশছোঁয়া।
কিন্তু ধারণা করা হচ্ছে, ‘অধীর’-এর বিশাল পরিসর, নতুন মুখের লঞ্চ, আধুনিক প্রযুক্তির ব্যবহার – সব মিলিয়ে যে কাঠামো দরকার ছিল, তা পরিচালকের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।
এখন প্রসান্ত ভার্মা নিজের মনোযোগ দিয়েছেন ‘মহাকালী’ ও ‘জয় হনুমান’ ছবিতে। এই দুটি ছবি ‘হনুমান সিনেমাটিক ইউনিভার্স’ আরও বিস্তৃত করতে সাহায্য করবে। তবে ‘অধীর’ ছিল এই ধারার বাইরে সম্পূর্ণ স্বতন্ত্র একটি সুপারহিরো গল্প। সেই উচ্চাকাঙ্ক্ষা শেষ পর্যন্ত তার জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে।
সব মিলিয়ে বলা যায়, ‘অধীর’ ছিল এক সাহসী উদ্যোগ। নতুন নায়ক, আধুনিক গল্প, ভিশনারি পরিচালনা – সবই ছিল কাগজে-কলমে। কিন্তু স্পষ্ট পরিকল্পনার অভাব এবং সঠিক নেতৃত্ব না থাকায় এটি এখন ডুবে যাচ্ছে অনিশ্চয়তার সাগরে। যদি প্রসান্ত ভার্মা আবার এতে যুক্ত না হন বা নতুন কোনো যোগ্য পরিচালক না আসেন, তাহলে ‘অধীর’ থেকে যাবে কেবল এক অপূর্ণ স্বপ্ন হিসেবেই।