কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।
দোহার স্থানীয় সময় মঙ্গলবার (১ জুলাই) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এই বিদায়ী সাক্ষাৎ হয়।
দোহার বাংলাদেশ দূতাবাস জানায়, সাক্ষাতের শুরুতে তারা শুভেচ্ছা বিনিময় করেন। প্রতিমন্ত্রী কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূতের সফল মেয়াদ শেষ হওয়ার জন্য তাকে অভিনন্দন জানান এবং রাশিয়ায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে তাকে শুভকামনা জানান।
রাষ্ট্রদূত তার মেয়াদকালে সমর্থন ও সহযোগিতার জন্য প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি কাতারের আমিরকে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। তারা কাতারের আমিরের বাংলাদেশ সফরের পর বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।
ইউটি/এসএন