মাল্টা ও লিবিয়া উপকূলে অভিযান, উদ্ধার ১১৭ অভিবাসী

মধ্য ভূমধ্যসাগরে বুধ ও বৃহস্পতিবার কয়েকটি আলাদা অভিযানে মোট ১১৭ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ভূমধ্যসাগরে সক্রিয় উদ্ধার জাহাজ ওশান ভাইকিং ও গারগানে-৬ অভিযানগুলো পরিচালনা করে।

মাল্টা উপকূলের এসএআর জোন থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ৬০ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধারে একটি জটিল অভিযান পরিচালনা করে ইতালীয় সংস্থা আরচি পরিচালিত পালতোলা উদ্ধার নৌকা গারগানে-৬। এদের মধ্যে ১২ জন অপ্রাপ্তবয়স্ক অভিবাসী ও তিনজন সন্তানসম্ভবা নারী রয়েছেন।

উদ্ধার হওয়াদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ ছিল।

এই অভিযান শেষে ঘটনাস্থল থেকে কয়েক নটিক্যাল মাইল দূরে অন্য একটি অভিবাসীদলের বিপদ পড়ার সংবাদ পান নাবিকরা। সেখানে থেকেও আরো ২০ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করা হয়।

তবে এই দুই ঘটনায় ইতালি ও মাল্টা কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছে ইতালীয় অভিবাসন সংস্থা আরচি।

দুই দেশের কর্তৃপক্ষকে টেলিফোন ও ই-মেইলে অবহিত করা হয়েছিল।

আরচির বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এটি দুই দেশের জন্য একটি গুরুতর ব্যর্থতা। স্পষ্টত সমন্বয় ও উদ্ধার কার্যক্রমের অভাব রয়েছে। যা আন্তর্জাতিক উদ্ধার চুক্তি, বিশেষ করে এসএআর কনভেনশন ও সোলাস কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন।

এসব চুক্তি অনুসারে রাষ্ট্রগুলো সময় মতো ও কার্যকর উদ্ধার অভিযান সমন্বয় ও নিশ্চিত করতে বাধ্য। কিন্তু তারা এসব মানছে না।

সংস্থাটির মতে, ২০২৫ সালে এসে এমন ঘটনা অগ্রহণযোগ্য। আন্তর্জাতিক আইনে বিপদগ্রস্তদের উদ্ধার করা বাধ্যতামূলক। এটি না করা একটি অপরাধ।

গারগানে-৬ বর্তমানে ইতালি উপকূলে একমাত্র উদ্ধারকারী দল হিসেবে কাজ করছে। ছোট আকারের এই নৌকাটি অনেক বেশি মানুষের তদারকি করতে সক্ষম নয়। সবশেষ তথ্য অনুসারে, এনজিও লাইফ সাপোর্টের উদ্ধারজাহাজ ইমার্জেন্সি অভিবাসীদের সহায়তায় গারগানে ৬-এর দিকে রওনা দিয়েছে।

এর আগে বুধবার ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলের এসএআর জোন থেকে আরো ৩৭ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে উদ্ধারজাহাজ ওশান ভাইকিং। এদের মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক অভিবাসী। তারা প্রায় ১২ ঘণ্টা কোনো প্রকার খাবার ও পানি ছাড়াই সমুদ্রে ভেসেছিল।

ভূমধগ্যসাগরে সক্রিয় নজরদারি বিমান সিবার্ড অভিবাসীদের ভেসে থাকার ব্যাপারে এসওএস মেডিটারানেকে অবহিত করেছিল।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে যৌথ উদ্ধার তৎপরতা না থাকায় অভিবাসী উদ্ধারকারী সংস্থাগুলোর জন্য সমুদ্রে কাজ করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। ইউরোপীয় উপকূলরক্ষী সংস্থা (ফ্রন্টেক্স) সাগরে অবস্থান নিলেও তাদের মূল কাজ সীমিত, তাদের প্রধান লক্ষ্য হচ্ছে সীমান্ত সুরক্ষিত রাখা।

মধ্য ভূমধ্যসাগরের অভিবাসন রুটটিকে পৃথিবীর সবচেয়ে মর্মান্তিক ও বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত তিউনিশিয়া ও লিবিয়ায় জড়ো হওয়া ইউরোপমুখী অভিবাসীরা এই পথটি ব্যবহার করে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ভূমধ্যসাগরে দুই হাজার ৪৫২ জন মারা গেছে।

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
প্রাথমিক শিক্ষকদের দাবিদাওয়া নিয়ে বৈঠকে বসছে সরকার Nov 09, 2025
img
তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদীব্যবস্থা চিরতরে বিলুপ্তি হবে : স্নিগ্ধ Nov 09, 2025
img
প্রচণ্ড শক্তি নিয়ে ফিলিপাইনে আঘাত হানতে যাচ্ছে সুপার টাইফুন ফাং ওং Nov 09, 2025
img
মালদ্বীপে রিসোর্টের বর্জ্য তেল বিক্রির দায়ে ৪ বাংলাদেশি গ্রেপ্তার Nov 09, 2025
img
নতুন পোশাকে পুলিশকে দেখা যাবে ১৫ নভেম্বর থেকে Nov 09, 2025
img
অলিম্পিকের মঞ্চে যেতে জটিল হিসাবের সামনে বাংলাদেশ Nov 09, 2025
img
শেখ হাসিনা ও রেহানা পরিবারের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ২২ জন Nov 09, 2025
img
বাড়ল জেট ফুয়েলের দাম Nov 09, 2025
img
যমুনাসহ রাজধানীতে ১ লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা ছিল আ.লীগের Nov 09, 2025
img
আমজনতা দলের নিবন্ধন পুনর্মূল্যায়ন হোক : ইশরাক Nov 09, 2025
img
দেশে পেঁয়াজের কোনো সংকট নেই, যথেষ্ট মজুদ রয়েছে : বাণিজ্য উপদেষ্টা Nov 09, 2025
img
ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৫ Nov 09, 2025
img
খালেদা জিয়ার আসনে লড়তে চাওয়া কে এই জোবায়ের? Nov 09, 2025
বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে সমঝোতার চেষ্টা পুলিশের, কিন্তু মানছেন না কেউ Nov 09, 2025
শাকিব খানের নতুন সিনেমায় চমক Nov 09, 2025
img
ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি: আরিফিন শুভ Nov 09, 2025
১৫ জন সেনা কর্মকর্তার মধ্যে ৭ জনের ওকালতনামা দাখিল Nov 09, 2025
img
আইন লঙ্ঘনের দায়ে সৌদিতে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার Nov 09, 2025
img
জাহানারার অভিযোগে ৪ কর্মকর্তাকে ওএসডি করল বিসিবি Nov 09, 2025
তাজিকিস্তান থেকে কেন সরে গেল নয়াদিল্লি? Nov 09, 2025