সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে টাইগাররা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
ক্যাপ্টেনের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে দলীয় ১৫ রানের মাথায় চন্দরপলকে আউট করে প্রথম আঘাত আনেন মিরাজ। এরপর এক একে ব্রাভো, স্যামুয়েলস, হেটম্যায়ারকে আউট করে সাজঘরে ফেরান তিনি। এই নিয়ে শেষ ৫ ম্যাচে ৪ বারই মিরাজের বলে আউট হলেন হিটম্যায়ার।
এদিকে, ২য় ওয়ানডের পর এই ম্যাচেও সেঞ্চুরী করেছেন সাই হোপ। ১০ চার ও ১ ছয়ের সাহায্যে ১৩১ বলে ১০৮ রানের ইনিংসটি সাজিছেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান করতে সমর্থ হয়েছে। মাশরাফি ও সাকিব পেয়েছেন ২ টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ১৯৮/৯ (হেমরাজ ৯, হোপ ১০৮*, ব্রাভো ১০, স্যামুয়েলস ১৯, হেটমায়ার ০, পাওয়েল ১, চেইস ৮, অ্যালেন ৬, পল ১২, রোচ ৩, বিশু ৬*; মুস্তাফিজ ০/৩৩, মিরাজ ৪/২৯, সাকিব ২/৪০, মাশরাফি ২/৩৪, সাইফ ১/৩৮, মাহমুদউল্লাহ ০/১৪)।
টাইমস/ এএস/কেআরএস