দুই মৌসুম নিজেদের ঘর হিসেবে পরিচিত ক্যাম্প ন্যু থেকে দূরে ছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। বড় পরিসরের সংস্কার শেষে আসন্ন মৌসুম থেকে আবারও এই ভেন্যুতে ফুটবল ফিরছে। তবে কাতালান ক্লাবটির অপেক্ষা বাড়ছে আরও কিছুদিনের জন্য। পরবর্তীতে ক্যাম্প ন্যুতেই হবে বার্সার সঙ্গে রিয়াল মাদ্রিদের রোমাঞ্চকর এল ক্লাসিকো। এর আগে অবশ্য দু’দল মৌসুমে প্রথমবার লড়বে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে।
সম্প্রতি স্প্যানিশ ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা লা লিগার ২০২৫-২৬ মৌসুমের সূচি প্রকাশ করা হয়। সেখানেই জানা গেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের মুখোমুখি হওয়ার দুটি তারিখ। রিয়াল-বার্সা এ বছরের ২৬ অক্টোবর বার্নাব্যুতে প্রথম মুখোমুখি হবে। আর দ্বিতীয় লেগের ম্যাচে তারা লড়বে আগামী বছরের ১০ মে। ক্যাম্প ন্যুতে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে সেই ম্যাচটি খেলবে রিয়াল-বার্সা।
তার মানে শুরুর ম্যাচগুলো নিজেদের আসল ডেরায় খেলা হবে না কাতালানদের। এখনও সংস্কার প্রক্রিয়ার কিছু কাজ বাকি থাকায় প্রথম তিনটি ম্যাচ খেলবে প্রতিপক্ষের মাঠে। ১৭ আগস্ট ম্যালোরকার বিপক্ষে ম্যাচ দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা লা লিগার নতুন মৌসুম শুরু করবে। একইদিন ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়ালের লক্ষ্য থাকবে শিরোপাহীন গত মৌসুমের আক্ষেপ ঝেড়ে নতুন যাত্রা শুরুর।
এদিকে, গত মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার কাছে শতভাগ হারের নজির গড়েছিল রিয়াল। সবমিলিয়ে চারবার মুখোমুখি হলে প্রতিবারই দাপুটে জয় পায় হ্যান্সি ফ্লিকের দল। এর মধ্যে দুটি ম্যাচই ছিল শিরোপার লড়াই। স্প্যানিশ সুপার কাপ এবং কোপা দেল রের ম্যাচ দুটিতে বার্সার কাছে শিরোপা হাতছাড়া করে রিয়াল। এরপর লা লিগায় নিজেদের এবং বার্সার মাঠে দুই জায়গাতেই তারা হেরেছিল। এই চারটি হারই রিয়ালের মৌসুমকে ব্যর্থতায় মুড়ে দিয়েছে। ফলে তাদের প্রতিশোধের সুযোগ থাকছে নতুন মৌসুমে।
এখন পর্যন্ত ঘোষিত দুই এল ক্লাসিকোয় যথারীতি বার্সার ডাগআউট সামলাবেন গত মৌসুমে দায়িত্ব নিয়েই ঘরোয়া শিরোপার ট্রেবল জেতা কোচ ফ্লিক। রিয়ালের ডাগআউটের দায়িত্ব ইতোমধ্যে পাল্টে গেছে। কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর রিয়ালের কোচ হয়ে এসেছেন জাবি আলোনসো। যার অধীনে বর্তমানে লস ব্লাঙ্কোসরা ফিফা ক্লাব বিশ্বকাপ খেলছে। এ ছাড়া তাদের স্কোয়াডে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। ফলে সবমিলিয়ে আভাস মিলছে বার্সা-রিয়ালের এল ক্লাসিকোয় নতুনত্বের।