ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ ৬৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে উত্তর ও দক্ষিণবঙ্গগামী ঘরমুখো সাধারণ মানুষ।

জানা গেছে, শনিবার সকাল থেকেই বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে মির্জাপুর পর্যন্ত ৪০ কিলোমিটার এবং মির্জাপুর থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ২৫ কিলোমিটার তীব্র যানজট দেখা দেয়। তবে বেলা এগারটা থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসে। বর্তমানে ধীর গতিতে চলছে গাড়ি।

যানজটের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে গাড়ি থেকে নেমে বিক্ষোভ করছেন যাত্রীরা। অনেকেই ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে নামানোর প্রতিবাদ করেন। চরম ভোগান্তিতে পড়া যাত্রীরা সকাল পৌনে ১১টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় দুটি গাড়ি ভাঙচুর করেছে।

এদিকে, পশ্চিম প্রান্তেও যানজট বেধে যাওয়ায় সকাল সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর ঢোল নেওয়ার কাজ বন্ধ করে দেওয়া হয়।

পুলিশ যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, মহাসড়কে যানজট নিরসনে ও নিরাপত্তার জন্য জেলা পুলিশের সাত শতাধিক সদস্য কাজ করছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: