প্রথম ম্যাচে জেতার মতো অবস্থানেই ছিল বাংলাদেশ। তবে এরপরই ৫ রানে ৭ উইকেট খুইয়ে বসল দলটা। শেষে জাকের আলী অনিকের ফিফটির পরও বাংলাদেশ শ্রীলংকার কাছে হেরেছে ৭৭ রানে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকার সুযোগ রয়েছে। এমনটি মনে করছেন বাঁ-হাতি ওপেনার তানজিদ হাসান তামিম। ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে জয়ের প্রত্যাশা করছে বাংলাদেশ।
কাল সংবাদ সম্মেলনে তানজিদ বলেন, ‘আমার মনে হয় না যে, আমি প্রথম ওয়ানডেতে ভালো খেলেছি (সর্বোচ্চ ৬২ রান)। দলের প্রয়োজন যদি পূরণ করতে পারতাম, তাহলে বলতে পারতাম ভালো খেলেছি।’
তবে বাংলাদেশের সিরিজে ফেরার সুযোগ আছে, বিশ্বাস করেন তানজিদ। তিনি বলেন, ‘কামব্যাক করার সুযোগ আছে আমাদের। তিন ম্যাচের সিরিজ মাত্র এক ম্যাচ হয়েছে। পরের ম্যাচ যদি আমরা জিতি তাহলে সিরিজে টিকে থাকব।’
প্রথম ওয়ানডেতে দলের ২৯ রানে পারভেজ হোসেন আউট হওয়ার পর নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৭১ রানের জুটি গড়েন তানজিদ। নাজমুল রানআউট হলে ভাঙে জুটি। বাকি ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে যোগ দেন। তানজিদের পর পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেন শুধু জাকের আলী।
তানজিদ বলেন, ‘এখানে উইকেটে যারা সেট হবে তাদের লম্বা ইনিংস খেলতে হবে। আমি আর শান্ত ভাই যদি আরও ৫-১০ ওভার থাকতে পারতাম, তাহলে পরের ব্যাটারদের জন্য কাজটা সহজ হতো।’
পাঁচ রানে সাত উইকেট হারানো প্রসঙ্গে তানজিদ বলেন, ‘অপ্রত্যাশিত। আমরা দুর্ভাগা। সচরাচর ম্যাচে এমনটা ঘটতে দেখা যায় না। আশা করি, সামনের ম্যাচগুলোতে এমন কিছু আর হবে না।’
পিএ/টিএ