চলচ্চিত্রে দাপটের সঙ্গে যেমন অভিনয় করেন, তেমনি নিজের মত প্রকাশেও পিছপা নন কাজল আগারওয়াল। এবারও তার ব্যতিক্রম ঘটল না।
এক সাম্প্রতিক অনুষ্ঠানে টলিউডের কয়েকজন জনপ্রিয় সহ-অভিনেতাকে রেটিং দিয়েছেন এই দক্ষিণী সুন্দরী। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় বইছে চর্চার ঝড়। ভক্তদের একাংশ কাজলের এই সাহসিকতাকে স্বাগত জানালেও, অনেকে আবার স্কোর নিয়ে প্রশ্ন তুলেছেন।
সাধারণত তারকারা সহকর্মীদের নিয়ে মন্তব্য করতে কুণ্ঠা বোধ করেন। কিন্তু কাজল আগারওয়াল সেখানে ব্যতিক্রম। সহ-অভিনেতাদের পারফরম্যান্স, ক্যারিশমা এবং স্ক্রিন প্রেজেন্সের ভিত্তিতে তিনি যে স্কোর দিয়েছেন, তা নিয়ে ইতোমধ্যে উত্তাল নেটদুনিয়া।
প্রভাসকে দিলেন ৮/১০, যাকে ঘিরে একজন ভক্ত মন্তব্য করেছেন, “স্ক্রিনে দারুণ উপস্থিতি, পারফরম্যান্সেও শক্তিশালী।”
রাম চরণ এবং রাম পোথিনেনি, দুজনকেই কাজলের স্কোর ৭/১০। একদিকে রামের প্রতিটি ছবিতে উন্নতির প্রশংসা, অন্যদিকে রামের প্রাণবন্ত উপস্থিতির প্রশংসা উঠে এসেছে তার বক্তব্যে।
অলু অর্জুন ও জুনিয়র এনটিআর দুজনকেই ৬/১০ দিয়েছেন কাজল। অলুর ক্ষেত্রে ধারণা করা হচ্ছে, হয়তো আরও কিছু প্রত্যাশা ছিল তার। আর জুনিয়রের ক্ষেত্রে অনেকেই মনে করছেন, এই স্কোর কিছুটা অবমূল্যায়ন।
কল্যাণ রামের স্কোর সবচেয়ে কম, ৫/১০। যদিও ভালো পারফর্মার হিসেবেই তাকে উল্লেখ করেছেন কাজল, তবে ফেভারিট তালিকায় হয়তো তিনি নেই।
কাজলের এই রেটিংস নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, "সততার প্রশংসা করি , একদম ডিপ্লোমেটিক হননি!"
আবার কারও মন্তব্য, "কাজল যেন রিয়েল-লাইফ IMDb রেটিং দিলেন!" তবে অধিকাংশই কাজলের স্পষ্টভাষী মানসিকতার প্রশংসা করছেন।
এই মুহূর্তে কাজলের হাতে বেশ কয়েকটি বড় বাজেটের ছবি। এরমধ্যে রয়েছে ‘ইন্ডিয়া স্টোরি’, যা ১৫ আগস্ট মুক্তি পেতে চলেছে। কর্পোরেট দুর্নীতির প্রেক্ষাপটে নির্মিত এই থ্রিলার ঘরানার ছবি ঘিরে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।
পাশাপাশি রয়েছে বহুল প্রতীক্ষিত ‘ইন্ডিয়ান ৩’, যেখানে তিনি স্ক্রিন শেয়ার করবেন কমল হাসানের সঙ্গে। পরিচালনায় এস শঙ্কর।
এছাড়া, নিতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত ‘রামায়ণ’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কাজলকে।
কাজল আগারওয়াল আবারও প্রমাণ করলেন, তিনি কেবল নায়িকা নন, একজন সাহসী ও স্বচ্ছমতের মানুষ। তার দেওয়া স্কোর নিয়ে যতই বিতর্ক চলুক না কেন, এক জিনিস নিশ্চিত, কাজল যা মনে করেন, সেটাই বলেন। আর এই সত্যবাদিতার কারণেই তিনি আজ এতটা জনপ্রিয়।
এমআর/টিকে