প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়া অভিনীত সিনেমা ‘জ্বীন ৩’।
আগামী ৮ জুলাই সিনেমাটির বিশ্বব্যাপী ডিজিটাল প্রিমিয়ার হতে যাচ্ছে বলে জানিয়েছে আইস্ক্রিন।
‘জ্বীন’ ও ‘জ্বীন ২’র সাফল্যে অনুপ্রাণিত হয়ে গেল ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জ্বীন ৩’। সত্য ঘটনার ছায়া অবলম্বনে এটি নির্মাণ করেন কামরুজ্জামান রোমান।
হরর ঘরানার ‘জ্বীন ৩’ নির্মিত হয়েছে সত্য ঘটনার ছায়া অবলম্বনে। সজল-ফারিয়া ছাড়াও এতে অভিনয় করেছেন নাদের চৌধুরী, তানিয়া আহমেদ, মোস্তফা হীরারসহ অনেকেই।
কেএন/টিকে