মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) লো স্কোরিং ম্যাচ দেখল সবাই। সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্কে ব্যাট করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েল, সৌরভ নেত্রভালকর ও জ্যাক এডওয়ার্ডসের বোলিং তোপে পড়ে মাত্র ৮২ রানে গুটিয়ে যায় সিয়াটল অর্কাস। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটের জয় পায় ওয়াশিংটন ফ্রিডম।
সিয়াটলের ইনিংসের অর্ধেকের বেশি আসে হেনরিখ ক্লাসেনের ব্যাট থেকে। ৩৯ বলে ৪৮ রান করেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটার। চারটি বাউন্ডারি মারেন ক্লাসেন। এ ছাড়া সিয়াটলের ইনিংসে আর কোনো চার কিংবা ছয়ের মার ছিল না। ক্লাসেন ছাড়া ফ্র্যাঞ্চাইজিটির হয়ে আর কোনো ব্যাটার দশকের ঘরে যেতে পারেননি।
দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান করেন অধিনায়ক সিকান্দার রাজা। এ ছাড়া হারমিত সিং ৭ এবং শিমরন হেটমায়ার ও অ্যারন জোন্স করেন সমান ৫ রান। ওয়াশিংটনের হয়ে ম্যাক্সওয়েল, সৌরভ ও জ্যাক তিনটি করে উইকেট নেন। সবচেয়ে কম ১২ রান খরচ করেন ম্যাক্সওয়েল। ১ রান বেশি দেন সৌরভ। অন্যদিকে জ্যাকের খরচ ১৯ রান।
জবাবে ৬৪ বল হাতেই রেখেই জয় নিশ্চিত করে ওয়াশিংটন। ৩৬ রানে অপরাজিত থাকেন মুক্তার আহমেদ। ২১ বলে ২ চারের পাশাপাশি ৩ ছয় মারেন তিনি। ৩২ রান আসে রাচিন রবীন্দ্রর ব্যাট থেকে। সিয়াটলের হয়ে রাজা ও জশদীপ সিং একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
সিয়াটল অর্কাস : ৮২/১০ (১৭.৪ ওভার); ক্লাসেন ৪৮, রাজা ৮, হারমিত ৭; ম্যাক্সওয়েল ৩/১২, সৌরভ ৩/১৩
ওয়াশিংটন ফ্রিডম : ৮৬/২ (৯.২ ওভার); মুক্তার ৩৬*, রবীন্দ্র ৩২; জশদীপ ১/১১
ফল : ওয়াশিংটন ফ্রিডম ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা : গ্লেন ম্যাক্সওয়েল
এমআর/টিকে