বেশিরভাগ ব্যাটসম্যান ডাক মারার পরও টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি এতোদিন বাংলাদেশের দখলে ছিল। সে রেকর্ডটি এখন নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০২২ সালের ২৩ মে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে নামে বাংলাদেশ। আগে ব্যাট করতে নামা স্বাগতিকদের হয়ে সে ম্যাচে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, খালেদ আহমেদ ও এবাদত হোসেন চৌধুরী।
যদিও মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের অসামান্য ব্যাটিং দৃঢ়তায় অলআউট হওয়ার আগে ৩৬৫ রান তোলে বাংলাদেশ। দুজনে গড়েন ২৭২ রানের জুটি। ১৪১ রান এনে দেন লিটন। মুশফিক অপরাজিত থাকেন ১৭৫ রানে।
এবার লিটন ও মুশফিকের চাইতেও বেশি কিছু করে দেখালেন হ্যারি ব্রুক ও জেমি স্মিথ। এজবাস্টন টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৮৪ রানে পঞ্চম উইকেট হারায় ইংল্যান্ড। ম্যাচটিতে স্বাগতিকদের হয়ে ৬ ব্যাটার ডাক মেরে ফেরেন। ষষ্ঠ উইকেটে ৩০৩ রানের জুটি গড়েন ব্রুক ও স্মিথ। এই দুজনের দায়িত্বশীল ইনিংসে ৪০৭ রান করে ইংলিশরা। তাতেই ইতিহাসের প্রথম দল হিসেবে ৬ বা তার বেশি ব্যাটসম্যান ডাক মারার পরও ৪০০ বা এর বেশি রানের কীর্তি গড়ল ইংল্যান্ড। দলের হয়ে হাল ধরার পথে ১৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেন স্মিথ। এছাড়া ব্রুকের ব্যাট থেকে আসে ১৫৮ রান।
এফপি/ টিকে