টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আবার বড়পর্দায় তাঁর যাত্রা শুরু করতে যাচ্ছেন। যিনি তাঁর প্রত্যাবর্তনের সঙ্গী হচ্ছেন, তিনি হলেন আবেগঘন গল্পকার সেখর কম্মুলা, যিনি ‘ফিদা’, ‘আনন্দ’ ও ‘লাভ স্টোরি’র মতো হৃদয়স্পর্শী সিনেমা উপহার দিয়েছেন।
সূত্রের খবর অনুযায়ী, সেখর কম্মুলা একটি নারী-কেন্দ্রিক আবেগঘন ড্রামা তৈরি করছেন, যেখানে সামান্থা একজন সাহসী, সংবেদনশীল, অনুপ্রেরণামূলক নারী চরিত্রে অভিনয় করবেন। এটি শুধু সামান্থার রিটার্নই নয়, বরং তার ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
সেখর কম্মুলার গল্প ও সামান্থার অভিনয়ের সংমিশ্রণ দর্শকদের জন্য এক অগ্নিপরীক্ষার মতো হবে, যেখানে তাঁরা আবেগের গভীরে ডুব দেবেন। সাম্প্রতিক সময়ে সামান্থার চরিত্রগুলো বেশ সংযত থাকলেও, ফ্যানেরা এবার আগ্রাসী ও প্রভাবশালী সামান্থাকে ফিরে দেখতে বাটপড়ছেন।
এখনো প্রজেক্টটি অফিসিয়ালি ঘোষণা না হলেও টলিউডে গুঞ্জন ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সামান্থার ভক্তরা এই কামব্যাকের জন্য মুখিয়ে আছেন।