অধিনায়কত্বের চাপে কতজনই তো ব্যাটিংই ভুলে যান। কিন্তু শুভমান গিল ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হওয়ার পর আরও ক্ষুরধার ব্যাটার হয়ে উঠেছেন। হেডিংলি টেস্টে সেঞ্চুরি হাঁকালেও দলকে অবশ্য জেতাতে পারেননি। কিন্তু এজবাস্টনে গিল যা করেছেন তাতে ভারত তো জয়ের সুবাস পাচ্ছেই, রেকর্ডবুকও তোলপাড়। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি (২৬৯) হাঁকানোর পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি হাঁকিয়েছেন। ভারতের দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত ৩ উইকেট হারানো ইংল্যান্ড শেষ দিনে মাঠে নামবে হার ঠেকানোর কঠিন লড়াইয়ে।
শনিবার (৫ জুলাই) এজবাস্টন টেস্টের চতুর্থ দিন শেষে ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭২ রান তুলেছে ইংল্যান্ড। জয়ের জন্য পঞ্চম দিনে ইংল্যান্ডের দরকার আরও ৫৩৬ রান, আর ভারতের দরকার ৭ উইকেট।
এর আগে চতুর্থ দিনে ভারত ৬ উইকেটে ৪২৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে ইংল্যান্ডের জন্য লক্ষ্য দাঁড়ায় ৬০৮ রান।
ভারতকে দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ এনে দিয়েছেন অধিনায়ক শুভমান গিল।
প্রথম ইনিংসে ২৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর এই ইনিংসে ১৬২ বলে ১৩ চারো ৮ ছক্কায় ১৬১ রান করেছেন গিল। দুই ইনিংস মিলিয়ে ৪৩০ রান করা ভারত অধিনায়ক অল্পের জন্য ভাঙতে পারেননি এক টেস্টের দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ রানের রেকর্ড। ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিপক্ষেই দুই ইনিংস মিলিয়ে ৪৫৬ রান করেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক গ্রাহাম গুচ (৩৩৩ ও ১২৩)।
গিল ছাড়াও এই ইনিংসে রান পেয়েছেন রিশভ পন্ত ও রবীন্দ্র জাদেজা। পন্ত ৫৮ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৬৫ করে আউট হন। জাদেজা ১১৮ বলে ৫ চার ও ১ ছক্কায় ৬৯ রানে অপরাজিত থাকেন।
জশ টাং ও শোয়াইব বশির ২টি করে উইকেট শিকার করেন। ব্রেয়ডন কার্স ও জো রুট বাকি ২ উইকেট ভাগাভাগি করেন।
জবাব দিতে নেমে ইংল্যান্ড আগের টেস্টের নায়ক বেন ডাকেট (২৫), জ্যাক ক্রাওলি (০) ও রুটকে (৬) হারিয়েছে। অলি পোপ ২৪ ও হ্যারি ব্রুক ১৫ রানে ব্যাট করছেন। আকশদীপ ২ ও সিরাজ ১টি উইকেট নিয়েছেন।
ইউটি/টিকে