ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামি এবং তাঁর প্রাক্তন স্ত্রী মডেল হাসিন জাহান ফের শিরোনামে উঠে এসেছেন। গত ৬-৭ বছর ধরে দুজনের মধ্যে আইনি লড়াই চলছে। হাসিন জাহান তার মেয়ের ভবিষ্যৎ আর নিজের অধিকার রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি কলকাতা হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়ে শামিকে নির্দেশ দিয়েছেন যে, প্রতি মাসে হাসিন জাহান ও তাদের মেয়েকে মোট ৪ লক্ষ টাকা ভরণপোষণ হিসেবে দিতে হবে তাকে।
এই রায়ের পর থেকেই দুজনকে নিয়ে আবার চর্চা শুরু হয়েছে। আদালতের নির্দেশের পর সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হাসিন জাহানের দুটি পোস্ট নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।
হাসিনের স্পষ্ট দাবি, মাসে ৪ লক্ষ টাকা জীবনধারণের জন্য যথেষ্ট নয়। কম করে ১০ লাখ প্রয়োজন। ইতিমধ্যে হাসিনের বয়স নিয়ে শুরু হয়েছে আলোচনা। যা ঘিরে আবারও মন্তব্য করেন হাসিন। নতুন করে বিতর্ক এখন হাসিন জাহানের বয়সকে ঘিরে। যেখানে ইন্টারনেট বলছে, হাসিনের বয়স ৪৫ বছর, আর শামির বয়স মাত্র ৩৪। আর তাতেই খেপেছেন কলকাতা নিবাসী এই মডেল। তার অভিযোগ, এই বয়সের কারচুপির পিছনেও নাকি রয়েছে শামিরই হাত।
হাসিন সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে লেখেন, ‘এক কুকর্মী, যে নিজে বউয়ের থেকে বয়সে ২ বছরের বড়। কিন্তু সেই কুকর্মী নকল নথি বানিয়ে ৮ বছর বয়স কমিয়ে রেখেছে। আর সেই বউ যখন ওর কুকর্ম লোকের সামনে আনতে শুরু করল, আর সেই কুকর্মী বলতে শুরু করল, দেখো আমার থেকে বয়সে বড়, তাও আমি বিয়ে করেছি। এখানেই থেমে না থেকে হাসিন তাঁর পোস্টের ক্যাপশনে আরো লেখেন, ‘বউয়ের এসবে কিছুই যায় আসে না। বউ বুড়ি হোক বা কচি, খরচ তোকেই ওঠাতে হবে। আমি তো বলছি, তুই কেঁদে কেঁদে গোটা দুনিয়াকে বল, তোর ভাবি কত ছোট, আর তোর বউয়ের বয়স ৮০ বছর। এসব কথায় কিছু যায় আসে না। তুই-ই অপমানিত হবি, আর হচ্ছিসও।’
আদালতের পক্ষ থেকে ভরণপোষণ দেওয়ার নির্দেশ আসার পর হাসিন সংবাদমাধ্যমের কাছে মুখ খুলে বলেন, ‘বিয়ের আগে আমি মডেলিং এবং অভিনয় করতাম। শামি আমাকে আমার পেশা ছেড়ে দিতে বাধ্য করেছিল। সে চেয়েছিল আমি কেবল গৃহিণীর জীবনযাপন করি। আমি শামিকে এত ভালোবাসতাম যে, আমি আনন্দের সঙ্গে এটি মেনে নিয়েছি। কিন্তু এখন আমার নিজের কোনো আয় নেই। আমাদের ভরণপোষণের সমস্ত দায়িত্ব শামিকে নিতেই হবে।’
মডেল হাসিন জাহান একটা সময় আইপিএলে চিয়ারলিডার হিসেবেও কাজ করেছেন। সেই সূত্রেই আলাপ দুজনের। এরপর শামি আর হাসিনের বিয়ে হয় ২০১৪ সালে। ২০১৮ থেকে দুজনে আলাদা থাকেন। তবে তাঁদের এখনো আইনত ডিভোর্স হয়নি।