স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের তরুণ তারকা গঞ্জালো গার্সিয়া এখন ইউরোপের ট্রান্সফার মার্কেটের সবচেয়ে আলোচিত নাম। মাত্র ২১ বছর বয়সেই ক্লাব বিশ্বকাপে ঝলক দেখাচ্ছেন এই ফরোয়ার্ড। তার পারফরম্যান্স নজর কেড়েছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর।
তাকে পেতে ইতিমধ্যে ইংল্যান্ড, ইতালি ও স্পেনের বহু ক্লাব প্রস্তাব দিয়েছে। এমনই চাঞ্চল্যকর খবর দিয়েছে স্প্যানিশ টিভি শো ‘এল চিরিঙ্গুইতো’।
গার্সিয়া নিজের জাত চেনান রিয়ালের হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে। দুর্দান্ত পারফরম্যান্স করে এতিমধ্যে চারটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি। কিলিয়ান এমবাপ্পে না থাকায় আক্রমণের হাল ধরেন এই তরুণ। আর সুযোগের পূর্ণ ব্যবহারও করেন তিনি।
স্প্যানিশি এক সাংবাদিকের দাবি অনুযায়ী, গার্সিয়ার কাছে ১০টিরও বেশি প্রস্তাব এসেছে— যার মধ্যে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব, ইতালির শীর্ষ দল এবং স্পেনের নামকরা কিছু ক্লাব।
তরুণ হলেও গার্সিয়ার খেলা দেখে মুগ্ধ স্কাউটরা। বল হোল্ড করার দক্ষতা, বক্সে জায়গা বের করার বুদ্ধিমত্তা এবং ডিফেন্ডারদের উপর চাপ সৃষ্টি করার মানসিকতা—সব মিলিয়ে কোচদের নজর কেড়েছেন তিনি। ক্লাব বিশ্বকাপে আল হিলালের বিপক্ষে অভিষেকেই গোল করেন গার্সিয়া। এরপর পাচুকা ম্যাচে একটি অ্যাসিস্ট, সালজবুর্গ, জুভেন্টাস এবং বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও করেন গোল। এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই তিনি গোল অথবা অ্যাসিস্ট করেছেন।
চার গোল নিয়ে বর্তমানে গার্সিয়া যৌথভাবে টপ স্কোরারদের তালিকায় রয়েছেন—দি মারিয়া, সেরহু গুইরাসি ও মার্কোস লিওনার্দোর সঙ্গে। তবে যেহেতু তাদের দল ইতোমধ্যেই বাদ পড়েছে, গার্সিয়ার শীর্ষ গোলদাতা হওয়ার সুযোগ প্রবল। গার্সিয়ার স্বপ্ন অবশ্য এখনো রিয়াল মাদ্রিদেই থাকার। তবে রিয়ালের ফরোয়ার্ড লাইনে ভিনিসিউস, রদ্রিগো, এমবাপ্পের মতো তারকাদের মধ্যে জায়গা পাওয়া সহজ নয়। ফলে মাদ্রিদে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।