তামিল চলচ্চিত্র জগতে আরও এক পরিচালক এবার নায়কের আসনে। ‘টুরিস্ট ফ্যামিলি’ খ্যাত অভিষান জীবিন্ত এবার মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন নতুন ছবি ‘কারেক্টেড মাচি’তে। পরিচালক থেকে নায়ক হয়ে ওঠার ধারায় এর আগে যেমন প্রদীপ রঙ্গনাথন ‘লাভ টুডে’ দিয়ে অভিনয় শুরু করেছেন, লোকেশ কানাগরাজও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন—ঠিক তেমনভাবেই অভিষানও যুক্ত হলেন সেই তালিকায়।
জানা গেছে, অভিষান জীবিন্তের এই নতুন ছবিটি পরিচালনা করবেন তাঁরই এক প্রাক্তন সহকারী, যিনি ‘টুরিস্ট ফ্যামিলি’ ছবিতে সহ-পরিচালকের দায়িত্বে ছিলেন। ছবির গল্প এবং ধরন এখনও গোপন রাখা হয়েছে। শুরুর পর্যায়ে থাকা এই প্রকল্প নিয়ে তামিল সিনেমাপাড়ায় ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।
নায়িকা হিসেবে আনা স্বরা রাজনকে ভাবা হচ্ছে বলে শোনা যাচ্ছে। মালায়ালম সিনেমায় ‘সুপার শরন্যা’ ও ‘থাগস’ ছবির মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী এখন তামিল ইন্ডাস্ট্রিতেও নিজের অবস্থান মজবুত করছেন। নতুন এই জুটি হলে দর্শকদের আগ্রহ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, শিগগিরই ছবির কাস্ট ও কারিগরি দলের বিস্তারিত জানানো হবে বলে নির্মাতারা জানিয়েছেন। অভিষান জীবিন্তের জন্য এটি এক নতুন যাত্রার সূচনা হতে পারে। পর্দার পেছনের মানুষ থেকে নায়ক হয়ে ওঠার এই পরিবর্তন যদি সফল হয়, তাহলে তামিল চলচ্চিত্রে বহু প্রতিভার আরও এক নতুন অধ্যায় যুক্ত হবে।