একদিকে নস্টালজিয়া, অন্যদিকে ঝলমলে নতুন জুটি , ২০২৬ সালের অন্যতম প্রতীক্ষিত তেলুগু ফ্যামিলি এন্টারটেইনারে একত্রিত হচ্ছেন ভেঙ্কটেশ, ত্রিশা কৃষ্ণান ও নিধি আগরওয়াল। পরিচালনায় রয়েছেন আবেগ, সংলাপ আর হিউমারে দক্ষ ত্রিভিক্রম শ্রীনিবাস।
এই ছবির মধ্য দিয়ে ত্রিশা ও ভেঙ্কটেশের এটি চতুর্থবারের মতো একসঙ্গে কাজ। এর আগে তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন বডিগার্ড, নামো ভেঙ্কটেসা এবং আদাভারি মতলাকু আর্থালে ভেরুলে-এর মতো জনপ্রিয় ছবিতে। ত্রিশা সম্প্রতি ঠগ লাইফ-এ কাজ শেষ করার পরপরই এই নতুন চিত্রনাট্যে রাজি হয়ে যান।
নতুন এই ছবিতে ত্রিভিক্রম ফিরিয়ে আনছেন তাঁর চেনা ‘দুই নায়িকা’ ফর্মুলা, যার মধ্যে থাকবে একদিকে আবেগ, অন্যদিকে গ্ল্যামার। নিধি আগরওয়াল থাকছেন ত্রিশার সঙ্গে, আর পুরোটির কেন্দ্রে ভেঙ্কটেশ—যার পারিবারিক ইমেজ দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বরাবরই জনপ্রিয়।
ছবির শ্যুটিং শুরু হবে ২০২৫ সালের আগস্টে। মুক্তির লক্ষ্য গ্রীষ্মকাল, ২০২৬। প্রি-প্রোডাকশন প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে, চিত্রনাট্যে থাকছে ত্রিভিক্রমের নিজস্ব সংবেদনশীল স্টাইল, গভীর সম্পর্কের টানাপড়েন ও উষ্ণ পারিবারিক আবহ।
উল্লেখযোগ্যভাবে, এই ছবিটি মূলত একটি প্যান-ইন্ডিয়া অ্যাকশন ছবির পরিকল্পনার বিকল্প হিসেবে এসেছে। আগে ত্রিভিক্রম আল্লু অর্জুনকে নিয়ে বড় বাজেটের একটি ছবি করতে চেয়েছিলেন, তবে সময় ও পরিকল্পনার মিল না হওয়ায় তিনি ফিরে আসেন তাঁর চেনা জমিতে—ভেঙ্কটেশকে নিয়ে এক হৃদয়ছোঁয়া পারিবারিক গল্পে।
ছবির সংগীত পরিচালনা করছেন থামান এস, আর প্রযোজনায় রয়েছেন নাগা ভামসি (সিতারা এন্টারটেইনমেন্টস)। সব মিলিয়ে এই ছবি হতে চলেছে এক ঝকঝকে, হৃদয়গ্রাহী উৎসব রিলিজ, যেখানে পুরনো স্মৃতি আর নতুন আবেগের মিশ্রণে তৈরি হবে এক নিখুঁত সিনেম্যাটিক অভিজ্ঞতা।
এসএন