স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের তারকা ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তার ছোট ভাই আন্দ্রে সিলভা। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পেছনে অতিরিক্ত গতিকেই প্রধান কারণ হিসেবে দেখছে স্প্যানিশ পুলিশ।
৩ জুলাই স্পেনের জামোরা প্রদেশে একটি মোটরওয়েতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে এবং আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ২৮ বছর বয়সী জোতা ও তার ছোট ভাই আন্দ্রে সিলভা।
মঙ্গলবার (৯ জুলাই) স্পেনের সিভিল গার্ড এক বিবৃতিতে জানায়, ‘গাড়ির চাকার চিহ্ন বিশ্লেষণ করে দেখা গেছে, এটি স্পিড লিমিট অতিক্রম করছিল। এখন পর্যন্ত তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গাড়ি চালাচ্ছিলেন দিয়োগো জোতা।’
এর আগে পুলিশের প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছিল, গাড়ির একটি চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এটি ওভারটেকিংয়ের সময় দুর্ঘটনার শিকার হয়। এরপর গাড়িটি আগুন ধরে যায়।
দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সদ্য বিবাহিত জীবনের একটি ভিডিও শেয়ার করেছিলেন জোতা। ২২ জুন তিনি বিয়ে করেন দীর্ঘদিনের সঙ্গী রুতে কারদোসোকে। তাদের তিনটি সন্তান রয়েছে।
পর্তুগাল থেকে লিভারপুল—সব জায়গাতেই ছড়িয়ে পড়ে শোকের ছায়া। শনিবার পোর্তোর গন্ডোমারে জোতা ও আন্দ্রের শেষকৃত্যে অংশ নেন লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের খেলোয়াড়রা, বন্ধু-স্বজন এবং হাজারো সমর্থক।
এমআর/টিএ