সাকিবের অলরাউন্ড ম্যাজিকে জয় পেল দুবাই

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) নিজের প্রথম ম্যাচেই বাজিমাৎ করেছেন সাকিব আল হাসান। অলরাউন্ড পারফরম্যান্স করে দুবাই ক্যাপিটালসকে দাপুটে জয় পেতে বড় অবদান রেখেছেন। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর ৪ উইকেট নিয়ে সেন্ট্রাল স্ট্যাগসের ইনিংসে ধস নামান সাকিব। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। দুবাই ২২ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে।


টস হেরে ব্যাটিংয়ে নেমে নিরোশান ডিকওয়েলা ও সেদিকউল্লাহ অটলের ব্যাটে ভালো শুরু পায় দুবাই। তবে তাদের দুজনের জুটি দীর্ঘস্থায়ী হতে দেননি অঙ্গুশ শ। ডানহাতি স্পিনারের বলে ১৫ রান করে ফিরে গেছেন ডিকওয়েলা। পাওয়ার প্লে শেষের আগে আউট হয়েছেন গুলবাদিন নাইবও। ওয়েস্ট ইন্ডিজের কাদিম অ্যালেইনেও ফিরেছেন দ্রুতই। তবে অন্যপ্রান্তে ঠিকই দ্রুত রান তুলে যাচ্ছিলেন সেদিকউল্লাহ। আফগান ওপেনারকে অবশ্য হাফ সেঞ্চুরি করতে দেননি ডিন ফক্সক্রফ্ট।

ডানহাতি অফ স্পিনারের বলে বোল্ড হয়েছেন ২৫ বলে ৪১ রান করা সেদিকউল্লাহ। পাঁচে নেমে চার মেরে রানের খাতা খোলেন সাকিব। পরের ওভারে ব্লেইর টিকনারকেও চার মেরেছেন তিনি। তবে জর্ডান জনসন ফেরায় একটু দেখেশুনে খেলতে থাকেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। যদিও একটু পর ফিরতে পারতেন তিনি নিজেও। তবে পয়েন্ট সাকিবের ক্যাচ নিতে পারেননি ফিল্ডার। জীবন পেয়ে সেটা কাজে লাগিয়েছেন দারুণ ভাবে। নিজে রান করার পাশাপাশি জেসে বোটানকে সঙ্গ দিয়েছেন তিনি।



১১ বলে ২০ রানের ক্যামিও খেলা বোটানকে ফেরান টিকনার। পরবর্তীতে ডমিনিক ড্রেকসকে সঙ্গে নিয়ে দুবাইকে টেনেছেন সাকিব। দারুণ ব্যাটিংয়ে ম্যাথু ফোর্ডকে চার মেরে ৩৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি এই ব্যাটার। পরবর্তীতে আরেকটি চার মেরে শেষ পর্যন্ত ৭ চার ও এক ছক্কায় ৩৭ বলে ৫৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। সাকিবের হাফ সেঞ্চুরিতে ২০ ওভারে ১৬৫ রান তোলে দুবাই। সেন্ট্রালের হয়ে শ তিনটি এবং টিকনার দুটি উইকেট নিয়েছেন। 

এরপর বল হাতে নেমে প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নেন সাকিব। তার প্রথম বলেই সুইপ করতে চেয়েছিলেন ইয়ং। তবে ব্যাটে বলে করতে পারেননি। বল সোজা আঘাত হানে প্যাডে। ফলে ১৯ রান করেই তাকে এলবিডব্লিউ হয়ে ফিরে যেতে হয়। তৃতীয় বলে ডিন ফক্সক্রফটকেও এলবিডব্লিউ করে আউট করেন বাংলাদেশি এই বাঁহাতি স্পিনার। সাকিবের বলে ফ্রন্টফুট ডিফেন্স করতে চেয়েছিলেন তিনি। তবে ব্যাটে-বলে করতে পারেননি। বল সোজা চলে যায় প্যাডে। এলবিডব্লিউ হয়ে ফেরেন সেন্ট্রাল স্ট্যাগের এই ব্যাটারও। সেই ওভারে কোনো রানই খরচ করেননি সাকিব। এরপর ড্যান ক্লেভারকে ফিরিয়েছেন দুবাইয়ের আরেক বোলার আরায়ামান ভার্মা। দ্বিতীয় ওভারে এসে সাকিব জশ ক্লার্কসনকে বোল্ড করেছেন। সেই ওভারে মোটে ৭ রান খরচা করেন সাকিব। 

তৃতীয় ওভারে উইকেট না পেলেও সাকিব ছিলেন মিতব্যয়ী। মাত্র ৮ রান দেন তিনি। এরপর ইনিংসের ১৭তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে উইলিয়াম ক্লার্ককে বোল্ড করেছেন সাকিব। পরের বলে ডগ ব্রেসওয়েলের বিরুদ্ধেও এলবিডব্লিউয়ের আবেদন করেন সাকিব। তবে আম্পায়ার আউট দেননি। সেই ওভারে মাত্র ৩ রান দিয়ে ১৩ রানে ৪ উইকেট নিয়ে ইনিংস শেষ করেন সাকিব। এরপর আর বেশি দূর এগোতে পারেনি সেন্ট্রাল স্ট্যাগস। তাদের ইনিংস থামে ৮ উইকেটে ১৪৩ রানে। সাকিবের ৪ উইকেট ছাড়াও দুটি উইকেট নিয়েছেন বিন তানভির। একটি করে উইকেট নেন ডমিনিক ড্রাকেস ও আরায়ামান ভার্মা।


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
তোমাদের সঙ্গে বেইমানি করা সম্ভব নয় : জামায়াত আমির Jul 16, 2025
img
কিউবায় ‘ভিক্ষুক নেই’ মন্তব্যের পর শ্রমমন্ত্রীর পদত্যাগ Jul 16, 2025
img
রাজামৌলির চিত্রনাট্যে ঝড় তুলতে আসছেন মহেশ ও প্রিয়াঙ্কা Jul 16, 2025
img
যারা সহিংসতা ঘটাচ্ছেন, তারা সঠিক পথে ফিরে আসুন : মঈন খান Jul 16, 2025
img
জুলাই শহীদদের স্মরণে দেশের ৮৬৪ স্থানে নির্মিত হবে ফলক Jul 16, 2025
img
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের : ছাত্রদল সেক্রেটারি Jul 16, 2025
img
ফেসবুকে সতর্কবার্তা দিলেন আসিফ মাহমুদ Jul 16, 2025
img
সম্পর্ক নয়, এখন নিজেকে সময় দিচ্ছেন শ্রুতি Jul 16, 2025
img
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Jul 16, 2025
পাকিস্তান দলের জন্য ঢাকায় ভিআইপি নিরাপত্তা, বিমানবন্দরেই কয়েক স্তরের পাহারা! Jul 16, 2025
img
গিনেস বুকে নাম লেখানোর কাছাকাছি পৌঁছেছিলেন নানা পাটেকার! Jul 16, 2025
img
যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়ে পণ্য চুরি, আটক ভারতীয় নারী Jul 16, 2025
img
গোপালগঞ্জে সমাবেশের মঞ্চে এনসিপির কেন্দ্রীয় নেতারা Jul 16, 2025
img
গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকা মূল্যের সম্পত্তি ক্রোক Jul 16, 2025
img
গোপালগঞ্জে এনসিপির গাড়িবহর Jul 16, 2025
img
এনবিআর আন্দোলনে রাজস্ব ক্ষতি নিরূপণে ৯ সদস্যের কমিটি গঠন Jul 16, 2025
img
এমবাপ্পের চেয়েও বেশি পারিশ্রমিক চান ভিনিসিয়ুস Jul 16, 2025
img
এনসিপির আগমন ঠেকাতে আ. লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সড়ক অবরোধ Jul 16, 2025
img
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা Jul 16, 2025
img
শিগগিরই পর্দায় আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’ Jul 16, 2025