দেশজুড়ে টানা বৃষ্টি ও বৈরি আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারগুলোতে। যোগান কমায় বেশকিছু সবজির দাম অনেক চড়া। পাশাপাশি কয়েকদিনের তুলনায় মাছের দামও বেড়েছে।
শুক্রবার (১১ জুলাই) রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
এক কেজি কাঁচামরিচ তিনশত থেকে সাড়ে তিনশত টাকায় বিক্রি হচ্ছে। তাল বেগুন ও টমেটো দেড়শো টাকা দরে বিক্রি হচ্ছে। তবে একশত টাকার ওপরে লম্বা বেগুনে দাম। করলা, ঢেড়সসহ অন্যান্য সবজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
হঠাৎ করে সবজির দাম বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের ক্রেতারা বিপাকে পড়েছেন। একজন ক্রেতা বলেন, দুয়েকদিন আগের তুলনায় আজকে সবজির দাম বেশি।
বিক্রেতারা জানান, টানা বৃষ্টিতে মাঠ থেকে ফসল তোলার কাজ ব্যহত হচ্ছে। নিচু জমি পানিতে তলিয়ে গেছে। অন্যদিকে পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় দাম বেড়েছে।
একজন বিক্রেতা বলেন, বৃষ্টির জন্য চাষীরা ফসল উঠাতে পারছে না। তাই সবজির দাম বেশি।
অন্যদিকে, গত তিন-চারদিনের তুলনায় সব ধরণের মাছের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাহিরে ইলিশ। এককেজি আকারের ইলিশ আড়াই হাজার টাকার বেশি বিক্রি হচ্ছে। আর সাতশত থেকে আটশত গ্রাম ওজনের ইলিশের জন্য ১৮শ থেকে দুই হাজার টাকা গুনতে হচ্ছে। এছাড়া, ছয়শত থেকে হাজার টাকার নীচে দেশি নদ-নদীর মাছ পাওয়া যাচ্ছে না।
একজন ক্রেতা বলেন, দামের ঊর্ধ্বগতির কারণে বাজেটের মধ্যে বাজার করা সম্ভব হয়না। আরেকজন বলেন, চিংড়ি মাছ আগে সাড়ে ছয়শত টাকার মধ্যে পাওয়া গেলেও এখন ৮০০ থেকে ৮৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর ইলিশ মাছ ধরাছোঁয়ার বাহিরে চলে গেছে।
বিক্রেতারা বলেন, বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ার মাছের যোগান কমেছে। দুয়েকদিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে চলে আসবে।
এসএন