সেঞ্চুরির অপেক্ষা নিয়ে পুরো রাতটা কাটিয়েছেন, প্রথম দিনের খেলা শেষে অপরাজিত ছিলেন ৯৯ রানে। দ্বিতীয় দিন মাঠে নেমে একটুও অপেক্ষা করতে হয়নি। স্ট্রাইকপ্রান্তেই ছিলেন, জাসপ্রিত বুমরাহর প্রথম ডেলিভারিটি বাউন্ডারিতে পাঠিয়ে শতক তুলে নেন জো রুট।
১৫৬ টেস্টের ক্যারিয়ারে জো রুটের এটা ৩৭তম সেঞ্চুরি। সেঞ্চুরির হিসাবে তিনি ছাড়িয়ে গেলেন সমসাময়িক প্রতিদ্বন্দ্বী স্টিভ স্মিথ ও রাহুল দ্রাবিড়কে। দুজনেরই ৩৬টি করে টেস্ট শতক। রুটের সামনে এখন মাত্র চারটি নাম—শচীন টেন্ডুলকার (৫১), জ্যাক ক্যালিস (৪৫), রিকি পন্টিং (৪১) ও কুমার সাঙ্গাকারা (৩৮)।
লর্ডসে গতকাল প্রথম ক্রিকেটার হিসেবে ভারতের বিপক্ষে টেস্টে ৩ হাজার রান করেছিলেন রুট। টিম ইন্ডিয়ার বিপক্ষে ৬০ ইনিংসে তার রান এখন ৩০৫৯। কাছাকাছি থাকা রিকি পন্টিং প্রায় ৫০০ রানে পিছিয়ে। সেঞ্চুরি করে রুট অবশ্য খুব বেশিক্ষণ টেকেননি। বুমরাহর বলে বোল্ড হয়ে মাঠ ছেড়েছেন।
১৯২ বলে শতক করা রুট আউট হয়েছেন ১০৪ রান করে। তার কিছুক্ষণ আগে বিদায় নেন বেন স্টোকস। গতকাল শারীরিক অস্বস্তিতে ভোগা ক্যাপ্টেন আউট হন ১১০ বলে ৪৪ রান করে। এরপর নামেন জেমি স্মিথ।
মাঠে নেমে স্মিথ কিছুক্ষণের মধ্যেই কয়েকটি রেকর্ডে নাম লেখান। উইকেটকিপার হিসেবে টেস্টে সবচেয়ে কম বলে ও যৌথভাবে সবচেয়ে কম ইনিংসে এক হাজার রানের মালিক হলেন তিনি। বল লেগেছে ১৩০৩টি (দ্বিতীয় স্থানে সরফরাজ আহমেদ, ১৩১১ বল), ইনিংস ২১টি। তার সমান ২১ ইনিংসে ১০০০ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককও।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ড ৭ উইকেটে ২৮৭ রান নিয়ে ব্যাট করছে। ১৬ রান নিয়ে স্মিথ ও ৮ রান নিয়ে ক্রিজে ব্রাইডন কার্স।
এমআর/টিকে