দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেতে চলেছে জন আব্রাহাম ও মানুষী চিল্লার অভিনীত অ্যাকশন থ্রিলার ‘তেহরান’। তবে বড় পর্দায় নয়, সিনেমাটি মুক্তি পাবে সরাসরি ওটিটিতে, ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্ট ২০২৫-এ।
প্রথমে ২০২৩ সালের ২৬ জানুয়ারি ও পরে ২৬ এপ্রিল মুক্তির দিন ঘোষণা করা হলেও, একাধিকবার পিছিয়ে গিয়েছিল এই সিনেমার মুক্তি। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার ‘তেহরান’ আসছে ঘরে বসে দেখার উপযোগী ভার্সনে।
পরিচালক অরুণ গোপালনের এই থ্রিলার নির্মিত হয়েছে বাস্তব ঘটনাকে কেন্দ্র করে, যেখানে স্পাই থিম, জাতীয় নিরাপত্তা এবং ভৌগোলিক রাজনীতি একসাথে মিশে আছে। ৯০ মিনিটের এই ছবিতে জন আব্রাহামকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্রে। তার সঙ্গে আছেন সাবেক বিশ্বসুন্দরী মানুষী চিল্লার ও মধুরিমা তুলি।
এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, “টিম তেহরান এখন এক্সক্লুসিভ ওটিটি রিলিজের দিকেই এগোচ্ছে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসছে।”
জন আব্রাহামের আগের ওটিটি মুক্তিপ্রাপ্ত ‘দ্য ডিপ্লোম্যাট’ প্রশংসিত হওয়ার পর, ‘তেহরান’-এর ক্ষেত্রেও বেশ আত্মবিশ্বাসী প্রযোজনা প্রতিষ্ঠান Maddock Films। পাশাপাশি স্বাধীনতা দিবসে জাতীয়তাবাদী আবহে এমন একটি গল্প মুক্তি পাওয়াকে কৌশলগতভাবেই বুদ্ধিদীপ্ত পদক্ষেপ মনে করছেন বিশ্লেষকরা।
‘তেহরান’-এ জনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন মধুরিমা তুলি। অন্যদিকে, মানুষী চিল্লার জানিয়েছেন, ‘‘তেহরান’-এর শুটিং আমার কেরিয়ারে এক পরিবর্তন আনতে পারে। প্রতিটি দিন ছিল শেখার মতো।’’
সবমিলিয়ে, ‘তেহরান’ বড়পর্দার জায়গা না পেলেও ওটিটিতে হয়তো ছড়াতে পারে আরও বিস্তৃত প্রভাব। নিরবচ্ছিন্ন গতি, টানটান থ্রিল আর তীক্ষ্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত এই ছবি হতে পারে এবারের ১৫ আগস্টের সেরা থ্রিলার ভিউ।
এফপি/টিএ