শোবিজ অঙ্গনে আবারও শোকের ছায়া। প্রায়ত হলেন দক্ষিণী অভিনেত্রী বি সরোজা দেবী। আজ সোমবার সকালে বেঙ্গালুরুতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তার মৃত্যুর খবরটি জানিয়েছেন অভিনেত্রী খুশবু সুন্দর।
সোমবার (১৪ জুলাই) সামাজিকমাধ্যমে একটি পোস্টে সরোজা দেবীর মৃত্যুর খবর জানিয়ে তিনি লিখেছেন, ‘সিনেমার স্বর্ণালী যুগ অবসানের পথে। সরোজা দেবী সবসময় সেরা অভিনেত্রী ছিলেন। দক্ষিণের আর কোনো অভিনেত্রী তার মতো নাম, যশ পাননি। কী মায়া ভরা ছিলেন তিনি।’
খুশবু সুন্দর যোগ করেন, ‘তার সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল। তার সঙ্গে আর দেখা না হলে আমার বেঙ্গালুরু সফর অসম্পূর্ণই থেকে যাবে। আমি যখন চেন্নাইতে থাকতাম উনি ফোন করতেন। খুব অভাববোধ করব। সরোজা দেবীর আত্মার শান্তিকামনা করি।
বলে রাখা ভালো, বি সরোজা দেবী ১৯৩৮ জন্মগ্রহণ করেন। তামিল, তেলুগু এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও একগুচ্ছ বলিউড সিনেমায় দেখা গেছে অভিনেত্রীকে। দীর্ঘ ছয় দশকের অভিনয় জীবনে ২০০ এর মতো ছবিতে অভিনয় করেছেন।
এমকে/টিকে