আগের ম্যাচে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা। খালেদ আহমেদ এবারো ৪ উইকেট নিয়ে আরও একবার ম্যাচসেরা। যথারীতি রংপুর রাইডার্সের আরও একটি শ্বাসরুদ্ধকর জয়।
টানা দ্বিতীয়বার ৪ উইকেট শিকার করে, টানা দ্বিতীয়বার ম্যান অব দ্যা ম্যাচ হলেন খালেদ আহমেদ। ম্যাচ শেষে রংপুর রাইডার্সের পেসার জানান, 'ম্যাচের আগে আমার স্ত্রীর সাথে ফোনে কথা বলছিলাম। তিনি বলেছিলেন, আজ তুমি ম্যান অব দ্যা ম্যাচ হবে।' রংপুরকে ১ রানে জিতিয়ে খালেদ সত্যি প্রমাণ করেন প্রিয়তমা স্ত্রীর প্রেডিকশন।
ম্যাচের পুরস্কার বিতরণী মঞ্চে সিলেটের এই পেসার বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমি আমার স্ত্রীর একটি কথা উল্লেখ করতে চাই। সে প্রতিদিনই বলে- তুমি সেরা, তুমি সেরা। যখন আমি মাঠে খেলত আসি তার আগে সে ফোন করে বলেছিল- ইনশাআল্লাহ তুমিই ম্যাচ সেরা হবে। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে।‘
পরের ম্যাচ নিয়ে ইতোমধ্যে ভাবা শুরু করেছে রংপুর। খালেদ জানান, ‘গত ম্যাচে বলেছিলাম, আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। আলহামদুলিল্লাহ আজ জিতলাম। এখন দৃষ্টি পরের ম্যাচের দিকে।‘
এ সময় নিজের সাফল্যের রহস্যও খোলাসা করেন খালেদ। মূলত রান কম দেওয়ার দিকেই ছিল তার মনোযোগ। তিনি বলেন, ‘আমার লক্ষ্য ছিল যত বেশি সম্ভব ডট বল করে যাওয়া। উইকেট নিয়ে তাদের চাপে ফেলতে পেরেছি।‘
এমকে/টিকে