চার গুণ বেড়েছে অনলাইন বিদ্বেষমূলক বার্তা, টেনিস তারকারা মানসিক চাপে

টেনিসের সর্বোচ্চ মর্যাদার আসর উইম্বলডনে চলতি বছরে সামজিক মাধ্যমে খেলোয়াড়দের প্রতি বিদ্বেষমূলক বার্তার পরিমাণ আগের বছরের তুলনায় প্রায় চার গুণ বেড়েছে। প্রযুক্তিনির্ভর মনিটরিং সিস্টেম ‘থ্রেট ম্যাট্রিক্স’-এর তথ্যে উঠে এসেছে উদ্বেগজনক এই চিত্র।

ডেটা অনুসারে, উইম্বলডনের চলতি টুর্নামেন্টে কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত খেলোয়াড়দের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠানো ১,৯০২টি বিদ্বেষমূলক কনটেন্ট সনাক্ত করেছে। যেখানে ২০২৪ সালের একই সময়ে এই সংখ্যা ছিল মাত্র ৫১১।

এসব পোস্ট বা মন্তব্যকে স্পষ্টভাবে গালিমন্দ, হুমকিমূলক বা বৈষম্যমূলক হিসেবে শনাক্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে রিপোর্ট করা হয়েছে।

তথ্য বলছে, এবারের উইম্বলডনে সবচেয়ে বেশি অপব্যবহারের শিকার হওয়া তিনজন খেলোয়াড়ই পুরুষ। অথচ গত বছর এই তালিকার শীর্ষ তিনে ছিলেন দুইজন নারী।

সবচেয়ে ভীতিকর তথ্য হলো —এই অপব্যবহারের ৩৭ শতাংশ এসেছে ‘রেগে যাওয়া জুয়াড়িদের’ কাছ থেকে।

প্রযুক্তির মাধ্যমে সনাক্ত হওয়া ২,২৮,০৬০টি পোস্ট বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

পুরুষ এককে রানারআপ হওয়া স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ বলেন, ‘মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে, তা কল্পনাও করা যায় না। আমি শুধু ইতিবাচক বার্তাগুলোতে মনোযোগ দিতে চাই।’

অন্যদিকে নারীদের এককে রানারআপ আমান্ডা আনিসিমোভা ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, ‘হারার পর আমি ফোন খুলতেই ভয় পাচ্ছিলাম।

জানি, অনেক নেতিবাচক মন্তব্য অপেক্ষা করছিল।’

সেমিফাইনালে হারা আমেরিকান তারকা টেলর ফ্রিটজ বলেন, ‘আমি বাজে ম্যাচ খেললে ফোনই খুলতে চাই না। যা দেখব, তাতে মানসিকভাবে আরো ভেঙে পড়ার সম্ভাবনা থাকে।’

‘থ্রেট ম্যাট্রিক্স’ এআই প্রযুক্তির মাধ্যমে সোশ্যাল মিডিয়ার পাবলিক পোস্ট ও মন্তব্য স্ক্যান করে, এরপর বিশেষজ্ঞ টিম সেগুলো যাচাই করে রিপোর্ট করে। এবার উইম্বলডনের প্রতিটি একক, দ্বৈত, মিশ্র দ্বৈত, কোয়ালিফাইং ম্যাচের খেলোয়াড়, আম্পায়ার এবং অফিসিয়াল অ্যাকাউন্ট এই নজরদারির আওতায় ছিল।

এর মধ্যে ১৩২টি পোস্ট ‘মাঝারি’ বা ‘উচ্চ’ মাত্রার হুমকি হিসেবে চিহ্নিত হয়েছে, যার জন্য নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

ব্রিটিশ টেনিস তারকা কেটি বোল্টার সম্প্রতি ফ্রেঞ্চ ওপেন চলাকালে নিজের বিরুদ্ধে আসা ‘অসহনীয়’ অনলাইন গালিগালাজ ও মৃত্যুর হুমকির কথা জানিয়ে বিষয়টি আবার আলোচনায় আনেন।

অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের একজন মুখপাত্র বলেন, ‘খেলোয়াড়দের অনলাইন নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। যারা সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ ও হুমকি দিচ্ছে, তাদের শাস্তি পেতে হবে এটা নিশ্চিত করতে আমরা প্রযুক্তি ও আইনি সহায়তা নিচ্ছি।’

সূত্র : বিবিসি

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ, আটক ৩৪ ভারতীয় জেলে Jul 14, 2025
img
বিচারিক আদালতে তারেক-জুবাইদার বিচার নিরপেক্ষ হয়নি: হাই কোর্ট Jul 14, 2025
img
হায়দরাবাদের নতুন বোলিং কোচের দায়িত্বে বরুণ Jul 14, 2025
img
মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে: মির্জা ফখরুল Jul 14, 2025
img
বাণিজ্যখাতে সহায়তা দেবে ইউএনডিপি Jul 14, 2025
img
বিপিএল সংস্কারে তামিম-মুশফিকদের মতামত নিলো বিসিবি Jul 14, 2025
img
জাতীয় দলে ফেরানোর প্রসঙ্গে সাকিবের সাথে কথা বলবেন বিসিবি সভাপতি Jul 14, 2025
img
বাংলাদেশে ভারত কিংবা পাকিস্তানপন্থি কোনো রাজনীতি হবে না : নাহিদ ইসলাম Jul 14, 2025
img
দুই স্ত্রীসহ সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের উপর দেশত্যাগে নিষেধাজ্ঞা Jul 14, 2025
img
‘কুলি’ ও ‘ওয়ার ২’ মুক্তি পাচ্ছে একসঙ্গে, কে জিতবে দর্শকের মন? Jul 14, 2025
img
'ভারত পানি ছাড়ার আগ মুহূর্তে তথ্য দেয়, বন্যার প্রস্তুতি নেওয়া কঠিন' Jul 14, 2025
img
৭ আগস্ট ওটিটিতে আসছে তেলেগু থ্রিলার ‘মায়াসভা’ Jul 14, 2025
img
নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূতের সাক্ষাৎ Jul 14, 2025
img
ভারত-চীন সম্পর্ক ক্রমাগত উন্নত হচ্ছে: জয়শঙ্কর Jul 14, 2025
img
বিএনপির নামে কুৎসা রটানো হচ্ছে : রিজভী Jul 14, 2025
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়লেন ঢালিউড সুপারস্টার শাকিব খান Jul 14, 2025
img
কুকুর ভেস্তে দিলো মাদকের চালান Jul 14, 2025
img
রাজু ভাস্কর্যে হাসিনার ছবি পোড়াল বিপ্লবী ছাত্র পরিষদ Jul 14, 2025
img
সাবিনা-সুমাইয়ার হ্যাটট্রিক, গোল পেয়েছেন ঋতুপর্ণাও Jul 14, 2025
img
বাংলাদেশে ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা Jul 14, 2025