মিয়ানমার থেকে এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট খেলে দেশে ফিরে পরের দিনই ভুটান ফিরে যান ঋতুপর্ণা ও মনিকা চাকমা। আজ তাদের ক্লাব পারো এফসির ম্যাচ ছিল। সেই ম্যাচে গেলেফু স্পোর্টস ক্লাবকে ১২-১ গোলে হারিয়েছে তারা।
পারো এফসিতে খেলেন বাংলাদেশের সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও সুমাইয়া। আজকের ম্যাচে সাবিনা সর্বোচ্চা চারটি গোল করেছেন। সুমাইয়া হ্যাটট্রিক, ঋতুপর্ণা ও মনিকা একটি করে গোল করেন। বাকি তিন গোল করেন ভুটানের স্থানীয় ফুটবলাররা।
বাংলাদেশের ফুটবলার সুমাইয়া ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। ম্যাচ সেরার পুরস্কার পেয়ে সুমাইয়া বলেন, 'আমার এই পারফরম্যান্সের সব কৃতিত্ব টিমমেটদের। এই ট্রফি ক্লাবকে উৎসর্গ করছি। আমি ধারাবাহিকভাবে ভালো খেলতে চাই।'
বাংলাদেশ ফুটবল দলের বৃটিশ কোচ পিটার বাটলার জাতীয় দলে সাবিনা, কৃষ্ণা, মাসুরা, সুমাইয়া ও সানজিদাকে ডাকেন না। তারা ভুটান লিগে নিয়মিত গোল ও ম্যাচ সেরার স্বীকৃতি পেয়ে আসছেন। যদিও ভুটান লিগের মান ও প্রতিদ্বন্দ্বিতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।
ইউটি/টিএ