প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘ভারত সারা জীবন প্রতিবেশী থাকবে। দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক অবনতি হোক, উন্নতি হোক, যা-ই থাকুক। আমি তো ভারতকে ফেলতে পারব না, আবার ভারতও আমাকে ফেলতে পারবে না।’
শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য আম পাঠানো নিয়ে সম্প্রতি এক টেলিভিশনে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘আম কি আমরা আগে পাঠাইনি, ইলিশ পাঠাইনি। ভারত সারা জীবন আমার প্রতিবেশী থাকবে। দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক অবনতি হোক, উন্নতি হোক, যা-ই থাকুক। আমি তো ভারতকে ফেলতে পারব না, আবার ভারতও আমাকে ফেলতে পারবে না।
তিনি আরো বলেন, ‘ভারত তো নতুন করে একটা দেশকে আমদানি করে আমার পাশে বসাতে পারবে না। আবার আমিও সেই একই কাজ করতে পারব না। আমাদের এই পারস্পরিক সম্পর্ক, হৃদ্যতা রাখাটা তো সবার জন্যই ভালো। এটা এমন না যে আমি তার সঙ্গে নতুন করে আবার সফট হচ্ছি। এগুলো না।’
প্রেসসচিব বলেন, ‘ভারতের সঙ্গে এই সম্পর্কটা তো সব সময় ছিল। কিছুদিন আগে আমাদের অ্যাম্বাসাডর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন। অথচ আপনারা জানেন তিস্তা ওয়াটারের ক্ষেত্রে কিন্তু এক ধরনের প্রতিবন্ধকতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এসেছে।’
ইউটি/টিএ