মুম্বাইয়ের অভিজাত পালি হিল এলাকার সান্ধু প্যালেস বিল্ডিংয়ে গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বলিউড অভিনেত্রী কৃতি স্যানন যেখানে বাস করেন, সেই বহুতলে অনুপ্রবেশ করেছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এই বিল্ডিংয়ে আরও বাস করেন অভিনেতা জাভেদ জাফরি ও ক্রিকেটার কে এল রাহুল।
সূত্রের খবর, রাত প্রায় একটার দিকে ওই ব্যক্তি লিফটে প্রবেশ করে প্রথমে কয়েকটি বড় পাথর ফেলে রাখে। এরপর সিসিটিভি ক্যামেরার দিকে অশালীন অঙ্গভঙ্গি শুরু করে এবং লিফটের মধ্যেই নানা রকম অদ্ভুত আচরণ করে। পুরো ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ফুটেজে।
বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষীরা বিষয়টি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে পুলিশে খবর দেন। পরে খার থানার পুলিশ এসে তাকে আটক করে। প্রাথমিক তদন্তে জানা যায়, ওই ব্যক্তির মানসিক অবস্থা স্থির নয়। তাই পুলিশি হেফাজত থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর খার থানায় একটি মামলা করা হয়েছে। তবে এই ঘটনায় বিল্ডিংয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাসিন্দারা বলছেন, অত্যন্ত সুরক্ষিত এই বহুতলে কীভাবে একজন অচেনা ব্যক্তি এত সহজে ঢুকে পড়ল, সেটিই এখন সবচেয়ে বড় ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এর আগে গত ২৬ মে অভিনেতা আদিত্য রায় কাপুরের বাড়িতেও অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় এক নারী আচমকা ঢুকে পড়েন এবং পরে তাকে শনাক্ত করা হয় গজালা সিদ্দিক নামে, যার বয়স ৪৭ বছর। তিনি নিজেকে দুবাইয়ের বাসিন্দা বলে দাবি করেন।
এছাড়া বছরের শুরুতেই সাইফ আলী খানের উপর হামলার ঘটনাও বলিউডপাড়ায় আতঙ্ক ছড়িয়েছিল। সব মিলিয়ে তারকাদের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে চিন্তায় পড়েছেন সবাই। এমন ঘটনায় তারকারা যেমন শঙ্কিত, তেমনি তাদের ভক্তদের মাঝেও ছড়িয়ে পড়ছে উদ্বেগ।
এফপি/টিএ