বলিউড ভাইজান যা করেন সেটাই সংবাদের শিরোনাম হয়ে যায়। কিন্তু এবার যা করলেন, তাতে সরগরম বলিপাড়া। মুম্বাইয়ের বান্দ্রা পশ্চিমের অভিজাত এলাকায় নিজের একটি ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন সালমান খান।
‘স্কোয়্যার ইয়ার্ডস’-এর তথ্য অনুযায়ী, প্রায় ৫ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হয়েছে এই ফ্ল্যাট। ২০২৫ সালের জুলাই মাসে সম্পত্তি হাতবদলের চুক্তিটি সরকারি ভাবে নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছে ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন (আইজিআর)-এর ওয়েবসাইট।
জানা গেছে, ‘শিব আস্থান হাইটস’ আবাসনে থাকা এই ফ্ল্যাটটির আয়তন ১,৩১৮ বর্গফুট। সঙ্গে তিনটি গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। এই লেনদেনে ৩২ লাখ ১ হাজার টাকা স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার টাকা রেজিস্ট্রেশন চার্জ দিয়েছেন ভাইজান।
বান্দ্রা এলাকায় সালমানের একাধিক সম্পত্তি রয়েছে। তাই এক ফ্ল্যাট বিক্রি করলেও তিনি মুম্বাই ছেড়ে অন্য কোথাও চলে যাবেন না, এমনটাই মনে করছেন ভক্তরা।
নতুন ছবি নিয়ে আলোচনায় আছেন সালমান খান। ভারত-চীন সীমান্তের গলওয়ান উপত্যকায় ২০২০ সালের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে ‘ব্যাটল অফ গলওয়ান’। শহিদ কর্নেল বি. সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সালমানকে। ছবিতে তার বিপরীতে থাকছেন চিত্রাঙ্গদা সিং। পরিচালনায় রয়েছেন অপূর্ব লাখিয়া।
কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ছবির টিজার পোস্টার। রক্তমাখা মুখে, গালে ক্ষতের দাগ নিয়ে সেনা অফিসারের বেশে দেখা গেছে সালমানকে। কোনও গুলি ছুঁড়তে না গিয়েই ২০ ভারতীয় সেনার শহিদ হওয়ার মর্মন্তুদ ইতিহাসকে তুলে ধরা হবে এই ছবিতে।
‘সিকান্দর’ বক্স অফিসে সাফল্য না পেলেও ‘ব্যাটল অফ গলওয়ান’ ঘিরে আশাবাদী বলিউড। সম্প্রতি ইনস্টাগ্রামে সালমান একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘লক্ষ্য সঠিক রেখে পরিশ্রম করে যাও...।’ এই পোস্টেই ভক্তরা ইঙ্গিত দিয়েছেন, ভাইজান হয়তো বড় কিছু নিয়ে ফিরছেন।
এফপি/টিএ