রামায়ণ-ঝড়ে কাঁপছে ভারতীয় সিনেমা দুনিয়া। এমন সময়েই আরও একটি বিশাল বাজেটের পৌরাণিক ছবির ঘোষণা—যেখানে কর্তিকেয়র ভূমিকায় ধরা দেবেন এনটিআর জুনিয়র! পরিচালনায় ত্রিভিক্রম শ্রীনিবাস, ছবির নাম—‘গড অব ওয়ার’।
এর আগেই ‘অরবিন্দ সমিতা’ এবং ‘আরাভিন্দ সামেথা’-তে এই পরিচালক-অভিনেতার জুটি দুর্দান্ত সাড়া ফেলেছিল। তবে এবারের প্রজেক্টে বাজেট, স্কেল আর কল্পনার বিস্তার—সব কিছুতেই লক্ষ্য একটাই: ভারতের সবচেয়ে ভিজ্যুয়ালি চমকপ্রদ পৌরাণিক সিনেমা তৈরি করা।
এই মাসের শেষেই প্রকাশ পাওয়ার কথা ছিল ‘গড অব ওয়ার’-এর প্রথম ঝলক। কিন্তু সব হিসাব ওলটপালট করে দিল রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ’ ছবির চোখধাঁধানো টিজার। ভক্তরা যখন এই মহাকাব্যের দুর্দান্ত ভিজ্যুয়াল নিয়ে তর্ক-বিতর্কে ব্যস্ত, তখনই ‘গড অব ওয়ার’-এর নির্মাতারা নিলেন নতুন সিদ্ধান্ত—প্রচারে আর কোনও তাড়াহুড়ো নয়, আরও বড় করে ফিরবে এনটিআর।
প্রযোজক নাগা বামসি জানালেন, "আমরা দর্শকদের জন্য এমন কিছু তৈরি করতে চাই, যা দেখে তাদের শ্বাস বন্ধ হয়ে যাবে। রামায়ণের টিজার আমাদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। তাই আমরা আরও সময় নিচ্ছি, কিন্তু সেই সঙ্গে প্রতিশ্রুতি দিচ্ছি—প্রত্যাশার থেকেও বেশি কিছু নিয়ে ফিরব।"
চলতি বছর নয়, ছবির শুটিং শুরু হবে আগামী বছর থেকে। এখনই ভিএফএক্স, কস্টিউম, লোকেশন ডিজাইনসহ একাধিক বিভাগে প্রস্তুতি শুরু হয়ে গেছে।
এই ঘোষণায় এনটিআর অনুরাগীরা যেমন কিছুটা ধৈর্য হারাচ্ছেন, তেমনই সিনেমাপ্রেমীরা আশাবাদী—একটি নতুন যুগের সূচনা হতে চলেছে ভারতীয় পৌরাণিক চলচ্চিত্রে। ‘বাহুবলী’ এবং ‘আদিপুরুষ’-এর পর এবার কি সত্যিই আসছে ‘গড অব ওয়ার’?
এসএন