১৫ বছর আগে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে জারিন খানের। সে সময় অনেকেই তাকে ক্যাটরিনা কাইফের সঙ্গে তুলনা করেছিলেন। কিন্তু অভিনেত্রী সেভাবে বিটাউনে জায়গা করে নিতে পারেননি।
পরবর্তী সময়ে বেশ কয়েকবার বিগ বসের জন্য ডাক পান জারিন, শোয়ের জন্য নির্মাতারা তার সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তিনি যোগ দিতে চাননি। এদিকে প্রশ্ন ওঠে, সেই শোয়ের সঞ্চালক সালমান খানের সঙ্গে জারিনের খুব ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও কেন অভিনেত্রী সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন!
জারিন খান জানান, তিনি ভুল কাজ সহ্য করতে পারেন না। শোতে অন্যায় কিছু দেখলে তার হাতই উঠে যাবে বলে মন্তব্য করেন তিনি। ভারতীয় গণামধ্যমে এ প্রসঙ্গে জারিন খান বলেন, ‘আমি এই শোটি পছন্দ করি। এর মধ্যে যদিও আমি দু-তিনটি সিজন মিস করেছি, বাকি সব কটা দেখেছি।
জারিন জানান তাকে এই শোয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল তবে তিনি তা প্রত্যাখ্যান করেন। এর কারণ সম্পর্কে জারিন বলেন, ‘প্রথমত, আমার অনেক দায়িত্ব তাই আমি অন্য কোথাও গিয়ে কয়েক মাস থাকার কথা ভাবতে পারি না। আমি মনে করি না আমাকে ছাড়া আমার সংসার চলবে, আমি টাকার কথা বলছি না। আমাকে হাজারো জিনিস দেখাশোনা করতে হয়। আমি যদি এক দিনের জন্যও কোথাও যাই, তাহলে মাকে পাঁচ থেকে সাতবার ফোন করি তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিই, অন্যান্য বিষয় জানতে চাই। আর এটাই সবচেয়ে বড় কারণ।’
অভিনেত্রী আরো বলেন যে, ‘আরেকটা বিষয় হলো আমার মনে হয়, আমি এক বাড়িতে অনেক মানুষের সঙ্গে থাকতে পারব না। বন্ধু তৈরি করতে আমার বেশি সময় লাগে না তবে আমি কতটা স্বাচ্ছন্দ্য বোধ করব তা আমি জানি না। দ্বিতীয় প্রধান কারণ হলো, আমি ভুলভাল বিষয় সহ্য করি না। আমি খারাপ আচরণ সহ্য করি না। এসব দেখলে আমার হাত ওঠে যাব। তারপর যদি আমাকে বের করে দেয়, তাহলে আমার না যাওয়াই ভালো। আমি শতভাগ জানি আমার হাত উঠবেই।’
ইউটি/টিএ