শাহরুখ খান যেখানে সেখানেই পূজা দাদলানি। শাহরুখ ভক্তদের কাছে তিনি ভীষণ পরিচিত মুখ। যাকে দেখা মাত্রই বোঝা যায় আশপাশে শাহরুখ আছেন।।শাহরুখ খানের ম্যানেজার তিনি। তবে শাহরুখ খানই প্রথম নন।
২০১২ সালের আগে তিনি ম্যানেজ করতেন দীপিকা পাড়ুকোনকে। অর্থাৎ দীপিকার জীবনের প্রতিটা কাজভিত্তিক সিদ্ধান্তে তাকে সাহায্য করা, বিশেষ বিশেষ মিটিংয়ে যোগদান করা, প্রতিটা পদে পদে সঙ্গে থেকে তাকে সহযোগিতা করাই পূজার কাজ ছিল।
তবে ভাগ্য বদলে যায় ২০১২ সালে। শাহরুখ খানের সঙ্গে চুক্তি হয় তার। শুরু হয় নতুন জুটির সফর। তবে থেকেই খান পরিবারকে দুই হাতে আগলে রাখেন পূজা দাদলানি।
প্রতিটা ক্ষেত্রে তিনি সবার আগে এগিয়ে আসেন।
ভারতের মহারাষ্ট্রের আরডি অ্যান্ড এসএইচ ন্যাশনাল কলেজ অ্যান্ড এসডব্লিউএ সায়েন্স কলেজ থেকে মাস মিডিয়ায় স্নাতক করেছেন পূজা। জানেন কি, শাহরুখ খানের ম্যানেজারি করে বছরে কত টাকা রোজগার করেন এই পূজা? ম্যানেজার পোস্টের জন্য পূজাকে প্রতি বছর ৭ থেকে ৯ কোটি রুপি বেতন দেন শাহরুখ, যা বাংলাদেশি টাকায় ১০ থেকে ১৩ কোটি টাকা।
বর্তমানে যা বাড়তেও পারে, কারণ এই পরিসংখ্যান ২০২১ সালের একটি রিপোর্টভিত্তিক। অর্থাৎ পূজার মাসিক বেতন কোটি টাকার ওপরে।
শাহরুখের ম্যানেজার হয়ে এখন পর্যন্ত ৫০ কোটি টাকার বেশি সম্পত্তি তৈরি করে ফেলেছেন পূজা। তাঁর আয় করা অর্থে পূজা কিনেছেন একটি দুর্দান্ত বহুমূল্যের নীল রঙের মার্সিডিজ বেঞ্জ। রয়েছে আরো সম্পত্তি।
বিশেষ বিশেষ দিনের জন্য থাকে পূজার জন্য বিশেষ পুরস্কারও। যদিও পূজা শাহরুখের সঙ্গে যে সম্পর্ক বজায় রেখে চলেছেন তা নিঃসন্দেহে প্রশংসার। পরিবারের যেকোনো বিপদে তিনি ঝাঁপিয়ে পড়েন, সে শাহরুখ খানের অসুস্থতা হোক কিংবা আরিয়ান খানের মাদক কাণ্ড। পরিবারের সদস্যদের গায়ে একটি আঁচও আসতে দেন না তিনি।
এফপি/টিএ