এনসিপির পদযাত্রা ঘিরে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় পরিস্থিতি এখনও উত্তপ্ত। ইতোমধ্যে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সবশেষ সংবাদ পাওয়া পর্যন্ত পুলিশ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে দেখা গেছে।
গতকাল ১৬ জুলাইকে ঘিরে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করে এনসিপি। তবে এমন ঘোষণার পাল্টা জবাব দিতে প্রস্তুতি নেয় স্থানীয় আওয়ামী লিগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। সমাবেশের আগে এবং পরে হামলা হয় সমাবেশের মঞ্চে। এমন পরিস্থিতিতে একদিকে টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। অন্যদিকে হামলার মধ্যেই পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তাবেষ্টনীর মধ্যদিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
নিরাপত্তা দিতে তাৎক্ষণিক অ্যাকশনে যায় পুলিশ। পাশাপাশি সেনাবাহিনী টিয়ারশেল ছুড়ে নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের। তবে সে সময়ও সেনাবাহিনীর রায়টকার ও গাড়িবহর লক্ষ্য করে হামলা চালানো হয়। জানা গেছে, উত্তপ্ত পরিস্থিতির মাঝে হামলা থেকে বাঁচতে এক পর্যায়ে সেনাবাহিনীর এপিসিতে চড়েই গোপালগঞ্জ ছাড়েন সারজিস, নাহিদ, আখতারসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা।
টিএ/