তানজিদ তামিমের দুর্দান্ত ইনিংসে শ্রীলঙ্কাকে উড়িয়ে ‍সিরিজ জিতল টাইগাররা

ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ হেরে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ, তবে শেষ পর্যন্ত ট্রফি ছোঁয়া হয়নি। টি-টোয়েন্টিতেও শুরুটা হয়েছিল হারে। তবে দ্বিতীয় ম্যাচে জয় এনে দিয়ে লিটন দাসের দল দেখিয়েছে দুর্দান্ত প্রত্যাবর্তন। ওয়ানডের পুনরাবৃত্তির শঙ্কা থাকলেও এবার সেই পথে হাঁটেনি টাইগাররা—সিরিজ ভাগ্য গড়ার মঞ্চে তৈরি হয়েছে জমজমাট লড়াই।

যদিও সেটা হতে দেননি শেখ মেহেদী ও তানজিদ হাসান তামিমরা। মেহেদীর ঘূর্ণিতে শ্রীলঙ্কার ইনিংস থামে ১৩২ রানে। শেষ ওভারে শরিফুল ইসলাম ২২ রান খরচ না করলে সেই রান আরও কমই থাকতে পারত। জবাবে খেলতে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যান পারভেজ হোসেন ইমন। এরপর দ্বিতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন লিটন ও তানজিদ।

লিটন ৩২ রান করে আউট হলেও তানজিদ তুলে নেন হাফ সেঞ্চুরি। তার সঙ্গে তাওহীদ হৃদয় দারুণ এক জুটি গড়ে ২২ বল হাতে রেখেই বাংলাদেশকে ৮ উইকেটের দারুণ জয় এনে দেন। তানজিদ ৪৭ বলে ৭৩ ও হৃদয় ২৫ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। এর মধ্যে দিয়ে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। শুধু তাই নয় বাংলাদেশের পূর্ণকালীন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই জয় তুলে নিলেন লিটনও।


এর আগে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এদিন টসে হেরে আগে বোলিংয়ে নামে বাংলাদেশ। বল হাতে নিয়ে প্রথম ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দেন শরিফুল ইসলাম। এই পেসারের প্রথম বলেই ড্রাইভ করে চার মেরে শ্রীলঙ্কার ইনিংস শুরু করেন পাথুম নিশাঙ্কা। পরের বলেও চার হতে পারত। তবে শামীম পাটোয়ারির দারুণ ফিল্ডিংয়ে কোনো চার হয়নি সেই বলে। ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে বিদায় করেন শরিফুল। ৪ বলে ৬ রান করে ফেরেন তিনি।


মেন্ডিস ফ্লিক করেছিলেন ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে। তবে সীমানা পার করতে পারেননি তিনি। ধরা পড়েছেন তাওহীদ হৃদয়ের হাতে। দ্বিতীয় ওভারে বোলিং করতে আসেন শেখ মেহেদী। মেহেদী হাসান মিরাজের বদলি হিসেবে খেলা নামা এই স্পিনারের বলে স্লিপে ক্যাচ দেন কুশল পেরেরা। তিনি ফেরেন শূন্য রানে। স্লিপে দারুণ ক্যাচ নিয়েছেন তানজিদ হাসান তামিম। মেহেদীর বলে আউট সাইড এজ হয়ে স্লিপে ক্যাচ দেন পেরেরা। এরপর নিশাঙ্কা ও দীনেশ চান্দিমালকে একবার করে জীবন দেন তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান। তবে এই জুটিকে টিকতে দেননি মেহেদী। নিজের তৃতীয় ওভারে এসে মেহেদী আউট করেছেন ৫ বলে ৪ রান করা চান্দিমালকে।




লঙ্কান অধিনায়ক আসালাঙ্কাকেও বোল্ড করে আউট করেন তিনি। আসালাঙ্কা ৩ রান করে ফেরেন। এরপর শেষ ওভার করতে এসে মেহেদী কট অ্যান্ড বোল্ড করেছেন ৪৬ রান করা পাথুম নিশাঙ্কাকে। মেহেদীর শেষ ওভারে কোনো রানই নিতে পারেনি শ্রীলঙ্কা। মেহেদী ১১ রানে ৪ উইকেট নিয়ে বোলিং শেষ করেন। একপ্রান্ত আগলে রেখে শ্রীলঙ্কার রান বাড়ানোর চেষ্টায় ছিলেন কামিন্দু মেন্ডিস।


যদিও তাকে ইনিংস বড় করতে দেননি শামীম পাটোয়ারি। নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে রিভার্স সুইপ করতে যাওয়া মেন্ডিসকে ব্যাকওয়ার্ড পয়েন্টে তানজিম সাকিবের ক্যাচ বানিয়েছেন এই স্পিনার। জেফরি ভ্যান্ডারসেকে বিদায় করেছেন মুস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারের বলে জায়গা করে খেলতে গিয়ে মিড অফে তানজিমের হাতে ক্যাচ দিয়ে আউট হন ১৪ বলে ৭ রান করা এই ব্যাটার।


এরপর লঙ্কানদের ইনিংস টানেন দাসুন শানাকা। শেষ পর্যন্ত শানাকা ২৫ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। শরিফুলের করা শেষ ওভার থেকে দুই ছক্কা ও দুই চারে শানাকাকে তুলে নেন ২২ রান। মাহিশ থিকশানা অপরাজিত থাকেন ৯ বলে ৬ রান করে। ৪ উইকেট নিয়ে মেহেদীই বাংলাদেশের সেরা বোলার। এর বাইরে একটি করে উইকেট নেন শরফুল, মুস্তাফিজ ও শামীম।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
গোপালগঞ্জের ঘটনায় ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন সোহেল তাজ Jul 17, 2025
img
সম্পর্ক নিয়ে প্রশ্ন থাকলে শাকিবকে করুন: মিষ্টি জান্নাত Jul 17, 2025
img
মায়ামির অধিনায়কের দায়িত্বে সাকিব Jul 17, 2025
img
গোপালগঞ্জের ঘটনায় তদন্তে কমিটি গঠন করেছে সরকার Jul 17, 2025
img
‘চাঁদাবাজদের সামলান, নাহলে জনগণ ফ্যাসিস্টদের মতো বিতাড়িত করবে’ Jul 17, 2025
img
জুলাই স্মরণে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হবে অনুষ্ঠান Jul 17, 2025
img
বেকারত্ব দূর করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ : আসিফ মাহমুদ Jul 17, 2025
img
পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হলেন ১১০ এসআই Jul 17, 2025
img
মুক্তির আগেই ৯৭ হাজার টিকিট বিক্রি, ঝড় তুলল ‘সাইয়ারা’ Jul 17, 2025
img
মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে আ.লীগ ফ্যাসিস্ট রূপ নিয়েছে : মির্যা গালিব Jul 17, 2025
img
‘দ্য গার্লফ্রেন্ড’-এর প্রথম গানেই প্রেমে পড়ছেন দর্শক Jul 17, 2025
img
গোপালগঞ্জের ঘটনায় অপরাধীদের গ্রেফতার করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা Jul 17, 2025
img
‘ময়মনসিংহে ভেঙে ফেলা বাড়িটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের নয়’ Jul 17, 2025
img
শ্রীলঙ্কা সিরিজ জয়ের মধুর স্মৃতি নিয়ে দেশে ফিরল টাইগাররা Jul 17, 2025
img
বন্ধ হচ্ছে ইউটিউবের ট্রেন্ডিং ফিচার! Jul 17, 2025
img
শ্রীকান্ত ওডেলার নতুন ছবিতে ডন রূপে ফিরছেন মোহন বাবু Jul 17, 2025
img
গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে: নাহিদ Jul 17, 2025
img
বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়ছে বৃষ্টিপাতের প্রবণতা Jul 17, 2025
img
ভারতের সেই বিমানে জ্বালানির সুইচ বন্ধ করেছিলেন ক্যাপ্টেনই Jul 17, 2025
img
যুদ্ধের বীরগাথা নিয়ে ফিরছেন ফারহান, আসছে ‘১২০ বাহাদুর’ Jul 17, 2025