জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলা কমিটির সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ বলেছেন, আপনারা জানেন এনসিপি নেতারা গোপালগঞ্জ গিয়েছে। সেখানে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জাতীয় নেতাদেরকে নিরাপত্তা দিতে পারেনি। এজন্য গোপালগঞ্জের সব প্রশাসনকে বাধ্যতামূলক অবসর নিতে হবে। সরকারে যারা আছেন তাদেরকে বলতে চাই- ওই প্রশাসনের মাঝে ফ্যাসিস্ট খুনি হাসিনার যারা গাপটি মেরে বসে আছে, আপনারা তাদেরকে চিহ্নিত করে বহিষ্কার করুন।
বৃহস্পতিবার (১৭জুলাই) বাদ মাগরিব জাতীয় সমাবেশের লক্ষ্যে লক্ষ্মীপুর শহর জামায়াতের আয়োজিত স্বাগত মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মোড় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে মিছিলটি সমাবেশে মিলিত হয়।
তিনি আরও বলেন, আপনারা একটি জেলা নিয়ন্ত্রণ করতে পারেন না। বলছেন আপনারা প্ল্যানিং করে, সবকিছু ঠিক করে ফেলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবেন। এটি সম্পূর্ণ অবাস্তব অকাল্পনিক। এ দেশের মানুষ সঠিকভাবে যদি ভোট দিতে না পারে, কোনো নির্বাচন আমরা করতে দেব না। নির্বাচনের পরিবেশ করে নির্বাচন দিতে হবে।
লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির নজীর আহমেদ, শূরা ও কর্মপরিষদ সদস্য ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ, মহসিন কবির মুরাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, শহর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ, চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম খান সুমন ও শহর শিবিরের সভাপতি ফয়েজ আহমেদ প্রমুখ।
ইউটি/টিএ