যুক্তরাষ্ট্রে চিরকুমার বা চিরকুমারী থাকার প্রবণতা বেড়ে চলেছে। যা সমাজে সম্পর্ক, অর্থনীতি ও ব্যক্তিগত জীবনের ওপর গভীর প্রভাব ফেলছে। পিউ রিসার্চ সেন্টারের এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে—দেশটির প্রতি চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন হয়তো কোনো দিনই বিয়ে করবেন না কিংবা কারও সঙ্গে বসবাস করবেন না।
গবেষণা অনুযায়ী, ২৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে সিঙ্গেল থাকার হার ১৯৯০ সাল থেকে ২০১৯ সালের মধ্যে প্রায় ১০ শতাংশ বেড়েছে। আর কখনোই বিয়ে না করা মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে।
অনেকেই সিঙ্গেল জীবনকে দেখছেন স্বাধীনতা ও আত্মোন্নয়নের সুযোগ হিসেবে। কিন্তু পিউয়ের গবেষণা বলছে, এর আর্থিক ও সামাজিক দিকটি ততটা উজ্জ্বল নয়।
পিউয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, একা থাকা মানুষের জীবনের নানা দিকেই নেতিবাচক প্রভাব পড়ে। তারা চাকরির দিক থেকে পিছিয়ে থাকেন এবং স্বাস্থ্যের দিক থেকেও তুলনামূলকভাবে দুর্বল অবস্থায় থাকেন। বিশেষ করে, ৩১ শতাংশ একা পুরুষ ও ২৪ শতাংশ একা নারী এখনও তাদের মা-বাবার সঙ্গে বসবাস করছেন।
এই গবেষণাটি প্রমাণ করে, সমাজে সম্পর্কের ধরণ, অর্থনৈতিক চাপ এবং ব্যক্তিগত পছন্দে বড় ধরনের পরিবর্তন আসছে। একা থাকার হার বাড়লেও, এর সঙ্গে কিছু সামাজিক ও আর্থিক চ্যালেঞ্জও রয়েছে। যা সবাইকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে।
ইউটি/টিএ