বলিউডের বক্স অফিসে দাপট দেখাচ্ছে সদ্য মুক্তিপ্রাপ্ত রোমান্টিক ড্রামা মুভি ‘সাইয়ারা’। দর্শকদের অনেকে সিনেমা হলে গিয়ে এমনই আবেগপ্রবণ হয়েছেন যে এক কথায় বলছেন, এ যেন আশিকি সিরিজের যোগ্য উত্তরসূরি। কেউ কেউ তো এটিকে ‘আশিকি ৩’ বলেও চালিয়ে দিতে চাইছেন! যদিও কপিরাইট ইস্যুতে সে নামকরণ হয়নি, কিন্তু ব্যবসার নিরিখে সিনেমাটি এর মধ্যেই নিজের জায়গা পাকা করে ফেলেছে।
স্যাকনিল্ক এর তথ্য অনুযায়ী, মুক্তির পর তৃতীয় দিন, অর্থাৎ রোববার সবচেয়ে বেশি আয় করেছে ‘সাইয়ারা’। আহান পান্ডে ও অনিত পাড্ডা অভিনীত এই সিনেমাটি গত শুক্রবার মুক্তি পেয়েছে। প্রথম দিন সিনেমাটি আয় করে ২১ কোটি রুপি। দ্বিতীয় দিনে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২৫ কোটিতে। আর রোববার মাত্র একদিনেই আয় হয়েছে ৩৭ কোটি রুপি। সব মিলিয়ে তিন দিনে মোট আয় হয়েছে ৮৩ কোটি রুপি।
বরাবরের মতোই নিখাদ প্রেমের গল্পের প্রতি ঝোঁক দর্শকদের। মোহিত সুরি পরিচালিত এই সিনেমায় স্টার কিড আহান পান্ডের ডেবিউ হয়েছে। নায়িকা হিসেবে দেখা গেছে ওয়েব সিরিজ ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ এবং কাজল অভিনীত ‘সালাম ভেঙ্কি’-তে অভিনয় করা অনীত পাড্ডা। ছবিটি যশরাজ ফিল্মসের প্রযোজনায় মুক্তি পেয়েছে।
এছাড়াও প্রথম তিন দিনে আহান পান্ডের এই ‘সাইয়ারা’ ছাপিয়ে গেল শাহিদ কাপুরের আইকনিক সিনেমা ‘কবির সিং’-কে। তিন দিনের ব্যবসার হিসেবে আসলে এগিয়ে সিনেমাটি। ‘কবির সিং’-এর প্রথম তিনদিনের কালেকশন ছিল ৭০.৮৩ কোটি রুপি। সেখানে সাইয়ারা এখন ৮৩ কোটি ঢুকিয়েছে ঝুলিতে। অর্থাৎ প্রায় ১৩ কোটি বেশি। যেভাবে এই সিনেমা নিয়ে হাইপ বাড়ছে দর্শকদের ভেতরে, তাতে আশা করা যেতে পারে সপ্তাহের শেষে আর কোনো না কোনো রেকর্ড ভাঙবে সিনেমাটি।
এমকে/এসএন