রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একের পর এক আহত রোগীদের আনা হচ্ছে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। আহতদের মধ্যে যাদের অবস্থা গুরুতর তাদেরকে অন্য হাসপাতালে রেফার করে দেওয়া হচ্ছে।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান আজহারী। শায়খ আহমাদুল্লাহ বলেছেন, উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনা ঘটেছে। অনেক কোমলমতি শিক্ষার্থী হতাহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
তিনি আরও বলেন, আমরা মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করছি, তিনি সবাইকে হেফাজতে রাখুন।
মাওলানা মিজানুর রহমান আজহারী আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, হে আরশের মালিক! উত্তরায় মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত, অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন।
এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। আহত অবস্থায় ৮ থেকে ১০ জন চিকিৎসাধীন আছেন, যাদের অবস্থা গুরুতর নয়। তবে, হাসপাতালের জরুরি বিভাগের সামনে অনেক স্বজন অপেক্ষা করছেন।
এসএন